চাপ আরও বাড়ল মোর্চা সুপ্রিমোর উপর, এই মুহূর্তে দার্জিলিঙে ফেরার পথ প্রায় বন্ধ। —ফাইল চিত্র।
আরও চাপে বিমল গুরুঙ্গ। মোর্চা সুপ্রিমোর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে দিল পুলিশ। পাহাড়ে অশান্তি এবং দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে ইউএপিএ-তে অভিযোগ দায়ের হয়েছে গুরুঙ্গের বিরুদ্ধে। বেশ কিছু দিন ধরেই তাঁকে খুঁজছে পুলিশ। কিন্তু গুরুঙ্গ আত্মগোপন করে রয়েছেন এবং রাজ্যের সীমানার বাইরে রয়েছেন বলে খবর। এ বার তাই লুক আউট নোটিস অর্থাৎ হুলিয়া জারি হয়ে গেল গুরুঙ্গের বিরুদ্ধে। শুধু বিমল গুরুঙ্গ অবশ্য নয়, রোশন গিরি এবং প্রকাশ গুরুঙ্গের বিরুদ্ধেও লুক আউট নোটিস জারি হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির নামে হুলিয়া জারি হওয়া একেবারেই সাধারণ ঘটনা নয়। গুরুঙ্গের বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থান যে আরও কঠোর হচ্ছে, সেই বার্তাই খুব স্পষ্ট করে দেওয়া হল এই পদক্ষেপের মাধ্যমে। মনে করছে রাজনৈতিক শিবির।
আরও পড়ুন: পাহাড় এখনও উত্তপ্তই, চলছে বন্ধ, মিছিল গুরুঙ্গপন্থীদের
বিমল গুরুঙ্গের এই আস্ফালনকে রাজ্য সরকার যে মোটেই ভাল চোখে দেখছে না, শুক্রবার তা আরও স্পষ্ট হয়ে গেল। পাহাড়ে বিস্ফোরণের পর বিমল গুরুঙ্গ-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ইউএপিএ প্রয়োগ করা হয়েছে। গ্রেফতারি এড়ানো প্রায় অসম্ভব বুঝেই বিমল গুরুঙ্গ রাজ্যের সীমানা পেরিয়ে সিকিমে ঢুকে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই গোপন ডেরা থেকেও বিমল যে ভাবে পাহাড়ে অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করছেন, তা রুখতে রাজ্য প্রশাসন শুক্রবার অবস্থান আরও কঠোর করল। বিমল গুরুঙ্গের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে তাঁকে প্রশাসন আরও চাপে ফেলে দিল। এই পরিস্থিতিতে পাহাড়ে ফেরা তো দূরের কথা, প্রতিবেশী রাজ্যেও গোপন ডেরা ছেড়ে বাইরে বেরনো বিমল গুরুঙ্গের পক্ষে কঠিন হয়ে গেল।