উপকূল নিরাপত্তাকে জোরদার করতে রাজ্যের কোস্টাল পুলিশের নৌকাগুলিকেও রাতে টহলদারির উপযোগী করে তোলা হবে। সম্প্রতি উপকূল নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড়া হবে আরও কিছু উপকূল থানা। ২০০৮-এ মুম্বইয়ে জঙ্গি হানার পরে বঙ্গোপসাগর ও আরবসাগরের তীরবর্তী রাজ্যগুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়া হয়। এ কলকাতায় তাদের বৈঠকে ছিলেন নৌসেনার পূর্বাঞ্চলীয় কম্যান্ডার-ইন-চিফ ভাইস অ্যাডমিরাল হরিশ বিস্ত, রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, নৌসেনা, রাজ্য পুলিশ এবং উপকূলরক্ষী বাহিনীর কর্তারা। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, মৎস্যজীবীদের বায়োমেট্রিক কার্ড দেওয়া এবং অনলাইনে নৌকা রেজিস্ট্রেশন নিয়েও আলোচনা হয়েছে।