PM Narendra Modi

২৬-এ স্টেশন উন্নয়নের সূচনা মোদীর

অনুষ্ঠানে অংশ নিতে দেশের প্রায় চার হাজার স্কুলকে যুক্ত করেছে রেল। চার লক্ষ পড়ুয়াকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

বছর খানেক আগেই ‘অমৃত ভারত’ প্রকল্পের আওতায় দেশ জুড়ে স্টেশন উন্নয়নের কাজ শুরুর ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহু স্টেশনে কাজও এগিয়েছে। তবে, আসন্ন লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে রেলের মাধ্যমে সরকারি উন্নয়নের বার্তা পৌঁছতে ২৬ ফেব্রুয়ারি ওই প্রকল্পের আওতায় স্টেশন উন্নয়নের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠান হচ্ছে।

Advertisement

রেল জানিয়েছে, প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে ৯৮টি স্টেশন-সহ মোট ৫৫৪টি স্টেশন, একাধিক রোড ওভারব্রিজ এবং আন্ডারপাস নির্মাণ প্রকল্পের ওই দিন সূচনা করবেন প্রধানমন্ত্রী। প্রায় ৪০ হাজার কোটি টাকার ওই প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান ৫৫৪টি স্টেশন-সহ দেশের মোট ২১৩৯টি জায়গায় একযোগে অনলাইনে হবে। সব অনুষ্ঠানস্থলে ‘জায়ান্ট স্ক্রিন’ বসিয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতা ও শিলান্যাস অনুষ্ঠান সরাসরি দেখানো হবে।

বিভিন্ন স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় স্তরে শাসক দলের নেতা এবং বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও কেন্দ্রীয় স্কুলের পড়ুয়া, সামাজিক অবদানের জন্য বিভিন্ন সরকারি পুরস্কার প্রাপক, খেলোয়াড়, শিল্পী-সহ বিভিন্ন স্তরের লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন রাজ্যের রাজ্যপালেরাও অনুষ্ঠানে থাকবেন বলে জানা গিয়েছে।

Advertisement

অনুষ্ঠানে অংশ নিতে দেশের প্রায় চার হাজার স্কুলকে যুক্ত করেছে রেল। চার লক্ষ পড়ুয়াকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে। রেলের আধিকারিকেরা প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন অনুষ্ঠানস্থলে প্রায় ৫০ হাজার পড়ুয়ার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানের বিপুল আয়োজনের মাধ্যমে মোদী ওই দিন কার্যত নির্বাচনী প্রচারের দামামা বাজাতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement