রেলমন্ত্রী পীযূষ গয়াল।
হুগলির ভাবাদিঘি, নোয়াপাড়া-বারাসত মেট্রোর মতো বিভিন্ন রেল প্রকল্প আটকে আছে জমির সমস্যায়। এই অবস্থায় রেলমন্ত্রী পীযূষ গয়াল সোমবার জানালেন, জমির ব্যবস্থা না-হলে এ রাজ্যে নতুন কোনও প্রকল্পের অনুমোদন দেওয়া হবে না।
এনডিএ আমলে গত চার বছরে, রেলের সাফল্য তুলে ধরতে এ দিন ভিডিয়ো-সম্মেলনে দেশের ১২টি শহরের সংবাদমাধ্যমের মুখোমুখি হন রেলমন্ত্রী। সেখানেই এ কথা জানান তিনি। রেলমন্ত্রীর মন্তব্যে রাজ্যে নতুন রেল বা মেট্রো প্রকল্পের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নির্মূল হয়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট শিবির।
তবে তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে হাইস্পিড রেল প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে সমস্যার কথা উঠলেও রেলমন্ত্রীকে এমন কথা বলতে শোনা যায়নি। আলাপ-আলোচনায় ওই সমস্যা মিটে যাবে বলেই জানিয়েছেন তিনি।
জমি-সমস্যায় ছ’টি মেট্রো প্রকল্প ছাড়াও সারা রাজ্যে রেলের বেশ কয়েকটি প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। প্রকল্পের খরচও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে-দিকে তাকিয়েই পশ্চিমবঙ্গের ব্যাপারে রেলমন্ত্রীর কড়া মন্তব্য কি না, তা নিয়ে জল্পনা চলছে। নোয়াপাড়া-ব্যারাকপুর, নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের কাজ জমি-সমস্যায় থমকে আছে। ভাবাদিঘিতে জমি অধিগ্রহণের সমস্যায় তারকেশ্বর থেকে বিষ্ণুপুর ৮৯ কিলোমিটার পথে রেললাইনের কাজ সম্পূর্ণ করা যায়নি। একই ভাবে বাগনান-আমতা পথে রেললাইন তৈরির কাজ থমকে রয়েছে। রেলমন্ত্রীর ঘোষণায় নিউ গড়িয়া-বারুইপুর মেট্রো, করুণাময়ী থেকে কলকাতা স্টেশন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠে গেল।