সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়
গণতন্ত্র এবং মানবাধিকার বিপন্ন। দেশের বর্তমান পরিস্থিতিতে অধিকার রক্ষায় সঙ্ঘবদ্ধ প্রতিবাদের কথাই ফের উঠে এল।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য দফতরে মঙ্গলবার ‘চিত্ত বসু স্মারক বক্তৃতা’য় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন সংবিধানে স্বীকৃত অধিকারের উপরে আক্রমণের ঘটনা। তুলেছেন এক দিকে ঋণের জালে, ফসলের দাম না পেয়ে কৃষকদের আত্মহত্যা আর অন্য দিকে শিল্পপতির মেয়ের বিয়েতে হাজার কোটি টাকা খরচার প্রসঙ্গ। তাঁর মতে, ‘‘নির্বাচিত সরকার থাকলেই গণতান্ত্রিক অধিকার থাকবে, তার কোনও মানে নেই। গণতন্ত্র এবং মানবাধিকারের উপরে নৃশংসতম আঘাতের নানা ঘটনা বিভিন্ন নির্বাচিত সরকারের আমলেও ঘটেছে।’’ মানুষকেই নিজের অধিকার বুঝে নিতে সজাগ থাকতে হবে বলে সওয়াল করে অশোকবাবু বলেন, ‘‘অধিকার রক্ষার জন্য প্রতিটা সুস্থ চিন্তার মানুষকে এগিয়ে আসতে হবে।’’ তাঁর বক্তব্যের সূত্র ধরেই ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘‘দেশের সর্বত্র ধর্মের নামে বিভাজন, অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এই রাজ্যেও গণতন্ত্র ভূলুণ্ঠিত। অধিকারের উপরে আক্রমণ হচ্ছে রোজ। প্রত্যেকটা মানুষকেই উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে।’’