পার্থ চট্টোপাধ্যায়।
রাজ্যবাসীকে পথে নেমে বিজেপি-র বন্ধকে ব্যর্থ করার ডাক দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদন, “নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। অশান্তি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চিন্তে কাজে যান। স্কুল-কলেজে যান।”
ইসলামপুরের দাড়িভিটে দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর প্রতিবাদে আগামী ২৬ সেপ্টেম্বর বুধবার রাজ্য জুড়ে বাংলা বন্ধ ডেকেছে বিজেপি। সোমবার তা নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি বলেন, “গোলমাল পাকানোর চেষ্টা করবে বিজেপি। ওরা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। উন্নয়নকে রদ করার চক্রান্ত করতে চাইছে। ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ-প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সরকারি দফতর খোলা থাকবে। বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে সবাই অফিসে আসেন।”
বন্ধ সফল করতে বিজেপি রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। ট্রেন ও সড়ক অবরোধ হওয়ার আশঙ্কাও রয়েছে। বুধবার যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য ইতিমধ্যেই পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও গোলমাল হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেও নির্দেশ গিয়েছে প্রশাসনের তরফে।শিক্ষামন্ত্রীর কথায়: “বনধের দিন প্রশাসন সতর্ক দৃষ্টি রাখবে। অফিস, কারখানা, স্কুল কলেজ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।” বেসরকারি অফিস, স্কুল-কলেজও রাখারও আবেদন করেন তিনি।
রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর আবেদন, “যে ভাবে আগেও কর্মনাশা বন্ধকে আপনারা মোকাবিলা করেছেন। রাস্তায় নেমেছেন। এবারও আপনারা পথে নেবে বন্ধ বিফল করুন। আপনাদের জন্যসব সময় সক্রিয় থাকবে প্রশাসন। আমরা নজর রাখব। কোনও জায়গায় বিজেপি, আরএসএস, বজরং দল ঝামেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি, বেসরকারি বাস ওট্যাক্সি সংগঠনগুলোকে রাস্তায় গাড়ি নামানোর পরামর্শ দেন। এ বিষয়ে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন পার্থবাবু।