বঞ্চনা নিয়ে বিধানসভা ফের উত্তপ্ত

পঞ্চায়েত বাজেটকে কেন্দ্র করে দিল্লির বঞ্চনা নিয়ে শুক্রবার আবার এক দফা চাপান-উতোর হল বিধানসভায়। বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট-বিতর্কে যোগ দিয়ে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের পঞ্চায়েত দফতর তো আসলে কেন্দ্রের ফ্র্যানচাইজি চালাচ্ছে! সব প্রকল্পই কেন্দ্রীয় প্রকল্প। নরেন্দ্র মোদীর পাঠানো টাকায় নাম বদলে প্রকল্প চালাচ্ছে রাজ্য।’’ বঞ্চনার অভিযোগ ঠিক নয় বলে মন্তব্য করে শমীকবাবু জানান, দিল্লি অন্যান্য রাজ্যের চেয়েও অনেক বেশি টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০৩:১১
Share:

পঞ্চায়েত বাজেটকে কেন্দ্র করে দিল্লির বঞ্চনা নিয়ে শুক্রবার আবার এক দফা চাপান-উতোর হল বিধানসভায়।

Advertisement

বিধানসভায় পঞ্চায়েত দফতরের বাজেট-বিতর্কে যোগ দিয়ে বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যের পঞ্চায়েত দফতর তো আসলে কেন্দ্রের ফ্র্যানচাইজি চালাচ্ছে! সব প্রকল্পই কেন্দ্রীয় প্রকল্প। নরেন্দ্র মোদীর পাঠানো টাকায় নাম বদলে প্রকল্প চালাচ্ছে রাজ্য।’’ বঞ্চনার অভিযোগ ঠিক নয় বলে মন্তব্য করে শমীকবাবু জানান, দিল্লি অন্যান্য রাজ্যের চেয়েও অনেক বেশি টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে।

সভা উত্তপ্ত হয়ে ওঠে। কংগ্রেসের মানস ভুঁইয়া বিজেপি বিধায়ককে বলেন, ‘‘রাজ্যের পঞ্চায়েত দফতরকে দিল্লির ফ্র্যানচাইজি বলছেন কোন সাহসে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় এ ভাবে বলা যায় না।’’ পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য করেন, গ্রামোন্নয়নের নানা প্রকল্প বন্ধ করে দেওয়া, ১০০ দিনের কাজের পরিধি কমিয়ে দেওয়া বা গ্রাম সড়ক যোজনার বরাদ্দ কমিয়ে দেওয়ার বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement