পরিতোষ মণ্ডল
তিন দিন নিখোঁজ থাকার পরে আজ দেহ মিলল জম্মু-কাশ্মীরে কর্মরত নদিয়ার বিএসএফ জওয়ান পরিতোষ মণ্ডলের (৫৪)। শনিবার অর্নিয়া সেক্টরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে হড়পা বানে তলিয়ে যান এসআই পরিতোষ। আজ পাক রেঞ্জার্স জানাল, দেহ মিলেছে। স্রোতের টানে পাকিস্তানে চলে যাওয়া পরিতোষের দেহ সামরিক সৌজন্য দেখিয়ে বিএসএফের হাতে তুলে দেয় পাক বাহিনী।
খবর এসেছে নদিয়ার পলাশীপাড়ায় পরিতোষের বাড়িতেও। বিএসএফের তরফে ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যেরা। ময়না-তদন্তের পরেই জওয়ানের দেহ পাঠানো হবে বাড়িতে। পরিতোষের ছেলে বছর বাইশের পলিটেকনিক পড়ুয়া প্রীতম জানালেন, কালীপুজোয় ছুটি নিয়ে বাড়ি আসার কথা ছিল বাবার। এখন কবে বাবার দেহ ফিরবে, সেই অপেক্ষাতেই দিন গুনছেন প্রীতম।
পরিতোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিএসএফের আইজি (জম্মু)। শনিবার সন্ধেয় ওই নালা সংলগ্ন এলাকায় পরিতোষের সঙ্গে টহল দিচ্ছিলেন আরও দুই জওয়ান। তাঁদের বাঁচালেও আত্মরক্ষার সুযোগ পাননি বাঙালি জওয়ান। দুর্ঘটনার খবর পেয়ে সে দিন রাত থেকেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথ তল্লাশিতে নামে বিএসএফ। রবিবার সকালে যোগ দেন স্থানীয়েরাও। খবর পেয়ে সীমান্তের ও-পারে তল্লাশি শুরু করে পাক রেঞ্জার্সও। আজ দেহ মিলতেই তারা ফোন করে বিএসএফ-কে। খবর আসে পরিতোষের ভাই প্রতাপ মণ্ডলের কাছে। জানানো হয়, ফ্ল্যাগ মিটিং ও শনাক্তকরণ প্রক্রিয়া শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে পরিতোষের দেহ তুলে দেয় পাক বাহিনী।