প্রদীপচন্দ্রের অনুযোগ, জাদু প্রদর্শনে বিশ্বমঞ্চে ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করে খ্যাতির শিখর ছুঁলেও প্রাপ্য সম্মান পাননি তিনি।
কলকাতার রবীন্দ্রসদনে ‘ম্যাজিক শো’ করতে চেয়েও ভাড়া পাননি প্রদীপচন্দ্র সরকার ওরফে পিসি সরকার জুনিয়র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘ম্যাজিক’ করতেন না বলেই তাঁকে রবীন্দ্রসদনে অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। আনন্দবাজার অনলাইনের লাইভ অনুষ্ঠান ‘অ-জানা কথা’য় সেই অভিজ্ঞতার কথাই জানালেন জাদুসম্রাট।
শনিবারের সান্ধ্য-আড্ডায় প্রদীপচন্দ্রের অনুযোগ, জাদু প্রদর্শনে বিশ্বমঞ্চে ভারতীয় হিসেবে প্রতিনিধিত্ব করে খ্যাতির শিখর ছুঁলেও প্রাপ্য সম্মান পাননি তিনি। তিনি বলেন, ‘‘আমি ১১৭টি দেশে নিজের মুরোদে গিয়ে শো করে এসেছি। সব জায়গায় ভারতবর্ষের পতাকা উপরে তুলে এসেছি। কিন্তু আমাদের দেশ ওই সংবাদ প্রচার করেনি। আমি যে স্পেন থেকে 'অস্কার' পেয়েছি, আমাদের দেশের কোনও কাগজে ছেপেছে তা? কালি ফুরিয়ে গিয়েছিল (সহাস্যে)।’’
প্রাপ্য সম্মান না পাওয়ায় তাঁর মধ্যে অভিমানও যে তৈরি হয়েছে, তা অকপট স্বীকার করে নিলেন প্রদীপচন্দ্র। তাঁর কথায়, ‘‘আই অ্যাম আ ম্যান। আমার মধ্যে মান, অভিমান সবই আছে।’’ এ প্রসঙ্গেই ইনদৌরের শোয়ের জন্য হল ভাড়া চাইতে যাওয়ার একটি অভিজ্ঞতার কথাও জানালেন জাদুসম্রাট। তিনি বলেন, ‘‘ইনদৌরের একটা হল এক মাসের জন্য বুক করতে গিয়েছিল আমার ম্যানেজার। হলের ম্যানেজার রাজি হয়ে তারিখও দিয়েছিল। কিন্তু পাশে দাঁড়ানো এক ব্যক্তি ওই সময় বলে উঠেছিল, ‘এখানে পিসি সরকার জুনিয়র শো করলে আমার ভাইয়ের কী হবে?’ ওই ব্যক্তির ভাই এক জন স্থানীয় জাদুকর। তাঁর কী হবে, সেই চিন্তায় ওই ব্যক্তি আমায় হল পেতে দিলেন না।’’
শুধু জাতীয় স্তরেই নয়, জন্মভূমি বাংলাতেও তাঁর একই অভিজ্ঞতা হয়েছে। সে কথা জানাতে গিয়েই রবীন্দ্রসদনের ঘটনার উল্লেখ করলেন প্রদীপচন্দ্র। বলেন, ‘‘রবীন্দ্রসদনে শো করব ভেবে আমার লোকজনকে পাঠিয়েছিলাম। আমায় হল দেওয়া হয়নি। আমায় বলা হয়েছিল, রবীন্দ্রনাথ তো ম্যাজিক করতেন না, তাই ম্যাজিকের জন্য রবীন্দ্রসদন দেওয়া হবে না। আমি ওঁদের কথা টেপে রেকর্ড করে রেখেছি। এর পরের প্রোগ্রাম ওই টেপ বাজিয়ে করব।’’
তাঁর আরও সংযোজন, ‘‘রবীন্দ্রনাথ যে ম্যাজিকের উপর কবিতা লিখেছেন, তা অনেকেই জানেন না। কিছু কিছু লোক জানেন। কিন্তু তা বহুল প্রচারিত নয়।’’