বিরোধী জোটে অপরিহার্য কংগ্রেস: ওমর

কংগ্রেসের উপযুক্ত ভূমিকা ছাড়া দেশে বিজেপি বিরোধী জোট সফল হতে পারে না। শনিবার কলকাতায় এমনই ইঙ্গিত দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০৩:১২
Share:

কলকাতার একটি হোটেলে ওমর আবদুল্লা। নিজস্ব চিত্র

কংগ্রেসের উপযুক্ত ভূমিকা ছাড়া দেশে বিজেপি বিরোধী জোট সফল হতে পারে না। শনিবার কলকাতায় এমনই ইঙ্গিত দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

Advertisement

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠন নিয়ে আলোচনা করেছিলেন ওমর। এ দিন কলকাতার একটি হোটেলে ‘থিঙ্ক ফেডারেল কনক্লেভ’-এ যোগ দিয়ে তিনি বলেন, ‘‘আসন্ন লোকসভা ভোটে বিজেপিকে হারাতে আঞ্চলিক দলগুলো একসঙ্গে আসছে। তবে বিরোধী ঐক্যের কোনও প্রয়াসই সফল হবে না, যদি কংগ্রেসও বিজেপির বিরুদ্ধে আশানুরূপ ভাবে লড়তে না পারে। বিরোধী দলগুলোকে একসঙ্গে আনার জন্য সনিয়া গাঁধীরা অনেক বার চেষ্টা করেছেন।’’ তাঁর বক্তব্য, ‘‘কর্নাটকের মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠানেও বিরোধী দলগুলো একসঙ্গে এসেছিল। অন্যান্য রাজ্যেও চেষ্টা চলছে। কথাবার্তা চলবে। এই ঐক্যের প্রচেষ্টা ২০১৯-এ বড় আকার নেবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement