Abhishek Banerjee

মনোনয়ন তরজায় শাসক-বিরোধী

তাপস রায়ের পাল্টা কটাক্ষ, ‘‘বিরোধীরা আগে প্রার্থী খুঁজে পাবে কি না, দেখুক! প্রার্থী পেলে তখন মনোনয়ন দিতে না পারলে তিনি সাহায্য করতে পারেন, অভিষেক তো সেটাই বলেছেন!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ ০৬:২৮
Share:

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

পঞ্চায়েত ভোটে বিরোধীদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে না পারলে তিনি দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে দেবেন বলে মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই মন্তব্যের পাল্টা মুখ খুললেন বিরোধী নেতারা। কলকাতায় রবিবার এই সংক্রান্ত প্রশ্নে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের মন্তব্য, ‘‘এটা সেই ‘বেড়াল বলে মাছ খাব না, আঁশ ছোব না, কাশী যাব’! ডায়মন্ড হারবারে গত বার পঞ্চায়েত ভোটের আগে এবং ভোটের সময়ে যে কাণ্ড হয়েছিল, তার পরে কোনও ব্যবস্থা নিয়েছেন? তা হলে আর এ সব বলে কী লাভ!’’ মালদহে এ দিন দলের কর্মসূচি উপলক্ষে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও বলেছেন, ‘‘অভিষেক এই কথা ত্রিপুরায় গিয়ে বলুন না! পিসি- ভাইপো টাকার থলি নিয়ে ঘুরে বেড়ালেন ত্রিপুরা, অসম, গোয়া। বিধায়ক-সাংসদ দূরের কথা, একটা পঞ্চায়েতও জেতাতে পারেননি। ত্রিপুরার মানুষ ঝামা ঘষে দেবে! এ সব ডায়লগ দেবেন না। যে দিন পুলিশ আর গুন্ডারা সরে যাবে, সে দিন রাস্তায় মানুষ জামা খুলে নেবে!’’ তৃণমূলের নেতা তাপস রায়ের অবশ্য পাল্টা কটাক্ষ, ‘‘বিরোধীরা আগে প্রার্থী খুঁজে পাবে কি না, দেখুক! প্রার্থী পেলে তখন মনোনয়ন দিতে না পারলে তিনি সাহায্য করতে পারেন, অভিষেক তো সেটাই বলেছেন!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement