স্নাতকোত্তরে অনলাইনে ভর্তি এ বছরই

কেন্দ্রীয় ভাবে না-হোক, স্নাতক স্তরে কলেজ-ভিত্তিক অনলাইন ভর্তি ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এ বার স্নাতকোত্তর স্তরেও অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং চলতি বছরেই সেটা চালু হয়ে যাবে বলে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:২৭
Share:

কেন্দ্রীয় ভাবে না-হোক, স্নাতক স্তরে কলেজ-ভিত্তিক অনলাইন ভর্তি ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। এ বার স্নাতকোত্তর স্তরেও অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এবং চলতি বছরেই সেটা চালু হয়ে যাবে বলে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়।

Advertisement

এ দিন ওই বৈঠকেই বিএ এবং বিএসসি-র তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়। সহ-উপাচার্য (শিক্ষা) জানান, কলা বিভাগে পাশের হার বেড়েছে। পাশের হার সামান্য কমেছে বিজ্ঞান বিভাগে। ২০১৪ সালে কলা বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৬৩১। এ বার তা বেড়ে হয় ১৬ হাজার ৮১৪। পাশের হার ৯৭.৮৮ থেকে বেড়ে হয়েছে ৯৮.২৭ শতাংশ। ২০১৪ সালে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন ৮০২২ জন। এ বার সংখ্যাটা বেড়ে হয় ৮৩৯৯। ওই বিভাগে পাশের হার কিন্তু গত বারের ৯৪.৮৭ থেকে সামান্য কমে হয়েছে ৯৪.১৪ শতাংশ। ৩০ জুন, মঙ্গলবার বিকম তৃতীয় বর্ষের ফল বেরোবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement