প্রতীকী ছবি।
রাজ্যে ওবিসিদের জন্য সংরক্ষণ ২৭% করার দাবিতে বৃহস্পতিবার জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশনের দ্বারস্থ হল কয়েকটি ওবিসি সংগঠন। এ রাজ্যের ওবিসিদের সমস্যা জানতে এ দিন ধর্মতলার একটি অভিজাত হোটেলে ওই সংগঠনগুলিকে ডেকে পাঠায় জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন। সেখানে কমিশনের চেয়ারম্যান বি এল সাহানি, ভাইস চেয়ারম্যান এল কে প্রজাপতি এবং দুই সদস্যের সঙ্গে দেখা করেন ব্যাঙ্ক অফ বরোদা ওবিসি অ্যাসোসিয়েশন, রিজার্ভ ব্যাঙ্ক ওবিসি অ্যাসোসিয়েশন, ইস্টার্ন জোনাল রেলওয়ে ওবিসি অ্যাসোসিয়েশন, এলআইসি জোনাল ওবিসি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। কমিশনের তরফে অশোক সরকার পরে জানান, এ রাজ্যে ওবিসিরা ১০% সংরক্ষণ পান। অন্য রাজ্যের মতো এ রাজ্যেও ওবিসিদের জন্য ২৭% সংরক্ষণ চালু করার আর্জি জানিয়েছেন ওবিসি সংগঠনগুলির প্রতিনিধিরা। ওবিসি শংসাপত্র পেতে সমস্যা হয় বলেও তাঁরা জানিয়েছেন।