সিপিএমের শিলিগুড়ি বাঁচাও আন্দোলনের অঙ্গ হিসেবে শিলিগুড়িতে সভা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। রবিবার শিলিগুড়িতে ঘোঘোমালি হাইস্কুল মাঠে সভা করেন তিনি। উপস্থিত ছিলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্যসভার সদস্য সমন পাঠক দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক জীবেশ সরকার, প্রাক্তন মেয়র নুরুল ইসলাম, মুকুল সেনগুপ্ত প্রমুখ। এদিন তাঁদের বক্তব্যে আগাগোড়া রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতি আক্রমণাত্মক ছিলেন সিপিএম নেতারা। সূর্যকান্তবাবু বলেন, “রাজ্য সরকার একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। তৃণমূলের যোগ্যতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। সাড়ে তিন বছরে সরকার মুখ থুবড়ে পড়েছে।” মানুষ আবার বদল চাইছে বলেও দাবি করেন তিনি। আরও বলেন, “এত বাম মনোভাবাপন্ন মানুষের হাজিরাতেই প্রমাণ হয়ে গিয়েছে মানুষ আর মিথ্যাবাদী সরকারকে চাইছে না।” অশোকবাবু এদিন দ্রুত শিলিগুড়ি পুরসভা এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন দাবি করেন। তিনি বলেন, “তৃণমূল নিজেরাই নিজেদের সহ্য করতে পারছে না। এদের বিকল্প বামফ্রন্টই। জীবেশবাবুও এদিন মন্ত্রী সহ তৃণমূল নেতাদের নীতি নিয়ে প্রশ্ন তোলেন।
—নিজস্ব চিত্র।