বাম প্রার্থীর কর্মিসভায় যোগ দেওয়ার ‘অপরাধে’ সিপিএমের দুই কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের একদল সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় বক্সিরহাট থানার শিলঘাগরি এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন বক্সিরহাট সিপিএম জোনাল কার্যালয়ে আলিপুরদুয়ার কেন্দ্রের বাম প্রার্থী মনোহর তিরকে ও সিপিএম নেতা মৃদুল দে’র উপস্থিতিতে কর্মিসভা হয়। ওই কর্মিসভা থেকে ফেরার পথে শিলঘাগরি এলাকার বাসিন্দা রঞ্জিত দত্ত ও সূর্য আইচকে তৃণমূলের একদল সমর্থক রাস্তায় আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তা নিয়ে বাদানুবাদ থেকে উত্তেজনা ছড়ালে ওই দুই কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাঁদের বক্সিরহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হয়।
এ দিনই বক্সিরহাট থানা এলাকার রামপুরে কর্মিসভা করতে যাওয়া দলের নেতাদের যাতায়াতের পথে একদল তৃণমূল সমর্থক গালাগাল করেন বলেও অভিযোগ তুলেছেন। সিপিএমের বক্সিরহাট জোনাল সম্পাদক ধনঞ্জয় রাভা বলেন, “ওই দুজন আমাদের দলীয় সদস্য। শাসক দলের লোকেরা তাদের কর্মিসভায় আসতে নিষেধ করেছিলেন। ওই নির্দেশ না মানায় সভা সেরে ফেরার সময় দুজনকে মারধর করা হয়। রাতেই পুলিশে অভিযোগ জানিয়েছি।”
তৃণমূল কংগ্রেস অবশ্য ওই সব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তৃণমূলের বক্সিরহাট ব্লক কার্যকরি সভাপতি স্বপন সাহা বলেন, “জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে কিছু লোকের মধ্যে বচসা হয়। মারধরের ঘটনা ঘটেনি। রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ছোট্ট বিষয় নিয়ে বামেরা অপপ্রচার করছে।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।