প্রধানকে চড় মারা এবং শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পরে ২৪ ঘণ্টা পরেও অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীরা গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আলিপুরদুয়ারে।
গত বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ার ১ ব্লকের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতে নলকূপ বাসানোর দরপত্র ডাকাকে কেন্দ্র করে আরএসপির প্রধান অনিমা রায়কে চড় মারা এবং শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে যুব তৃণমূলের ব্লক সভাপতি সহ অনান্যদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের পাল্টা মারধরের অভিযোগ ওঠে প্রধানের স্বামী সহ আরএসপি কর্মীদের বিরুদ্ধেও। আরএসপির অভিযোগ, প্রধানকে চড় মারা বা শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠার পরেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। উল্টে অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করে, দ্রুত পদক্ষেপ করার দাবিতে আন্দোলনের হুমকিও দিয়েছে আরএসপি।
আলিপুরদুয়ারের পুলিশ সুপার অনুপ জায়সবাল জানিয়েছেন, দু’তরফের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন মেনেই পদক্ষেপ হবে।”
গত বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদা পাটকাপাড়া এলাকায় তপসিখাতা গ্রামপঞ্চায়ের অফিসে নলকূপ বসানো নিয়ে দরপত্র ডাকা হয়েছিল। সে সময় তৃণমূল সমর্থকরা দরপত্র জমা দিতে বাধা দেয় বলে আরএসপির অভিযোগ। প্রধানের ঘরে ঢুকে তৃণমূল নেতা-কর্মীরা দরপত্র ছিড়ে ফেলে বলে অভিযোগ। সে সময় প্রতিবাদ করায় প্রধান অনিমা দেবীকে চড় মারা হয় বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধানের শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ হয়েছে। প্রধান অনিমা দেবী অভিযোগ করে বলেন, “প্রিয়তোষ অধিকারী, সুভাষ রায় সহ অনান্যরা আমার ঘরে ঢুকে দরপত্র জমা দিতে আসা ব্যক্তিদের প্রথমে মারধর করে। দরপত্র ফেলার বাক্সটি নিয়ে টানাটানি শুরু করেন। প্রতিবাদ করলে আমাকে মারা হয়। শাড়ি ধরে টানা হয়। বিস্তারিত ভাবে থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত প্রিয়তোষবাবু যুব তৃণমূলের তপসিখাতা অঞ্চলের সভাপতি। তৃণমূলের অবশ্য পাল্টা দাবি, দরপত্র জমা দেওয়া ননিয়ে অনিয়ম চলছিল, তাতে প্রতিবাদ করাতে আরএসপি কর্মীরা তাদের কর্মীদের মারধর করছে। অঞ্চল সভাপতি পাল্টা অভিযোগ করে বলেন, “দরপত্র নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। বিষয়টি প্রশাসনকেও জানানো হয়েছে। ক’টি নলকূপ প্রয়োজন, কত টাকা দর চাওয়া হয়েছে সে সব না জানিয়েই বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রতিবাদ জানাতে গেলেই প্রধানের স্বামী সহ আরএসপি কর্মীরা মারধর করে আমাদের বের করে দেয়। আমাদের এক সমর্থককে হাসপাতালেও ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছি।” আলিপুরদুয়ার ১ ব্লকের বিডিও অনিন্দিতা দে এ দিন বলেন, “বিষয়টি শুনেছি। প্রধান থানায় অভিযোগ জানিয়েছেন।”
আর এস পির জেলা সম্পাদক সুনীল বণিক বলেন, “তৃণমূলের দষ্কৃৃতীরা তপসিখাতার মহিলা প্রধানের উপর হামলা করেছে। তারপরে মিথ্যে অভিযোগও দায়ের করেছে। পুলিশ অভিযুক্তদের কাউকেই গ্রেফতার করেনি। বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হবে।” পুলিশের একাংশের অবশ্য দাবি, কোনও পক্ষের অভিযোগের ভিত্তিতেই কাউকে ধরা হয়নি। আপাতত ঘটনাটির তদন্ত চলছে।