ব্রাজিলের হয়ে গলা ফাটাচ্ছেন শিলিগুড়ির টেবিল টেনিস তারকারা। তবে কোনও কারণে ব্রাজিল প্রথম রাউন্ডে বিদায় নিলে সেই জায়গায় স্পেনই তাঁদের দ্বিতীয় পছন্দ। যদিও প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে স্পেন ব্যাকফুটে। তাতে অবশ্য সমর্থন থেকে পিছু হঠছেন না তাঁরা। পছন্দের তারকার তালিকায় সকলেরই প্রথম পছন্দ পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নজরে রাখবেন লিওনেল মেসি ও আন্দ্রে পিরলোকেও। পছন্দের দল আর পছন্দের তারকার টানে রাত জাগার কথা বলছেন তারকারা।
টেবিল টেনিসের জাতীয় চ্যাম্পিয়ন থেকে শুরু করে উঠতি খেলোয়াড় বা কমনওয়েলথে সোনা জয়ী, সকলেরই আপাতত চোখ ফুটবলের যুদ্ধেই। ফুটবল উন্মাদনা থেকে দূরে নেই অজুর্ন প্রাপ্ত জাতীয় কোচও। মান্তু ঘোষ, শুভজিৎ সাহা, ঐশ্বর্য দেব, সৌম্যজিত ঘোষ, অঙ্কিতা দাস, আকাশ নাথ থেকে সাগরিকা মুখোপাধ্যায়। ফুটবল জ্বরের আঁচ থেকে বাদ যাননি কেউই।
কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সোনা জয়ী শুভজিৎ সাহার প্রথম পছন্দ ব্রাজিল। তিনি জানান, ব্রাজিল যদি ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারে, তিনি হতাশ হবেন। ব্রাজিল কোনও কারণে ছিটকে গেলে তাঁর ঘোড়া স্পেন। বিশ্বকাপের বেশির ভাগ সময়ই তাঁর কাটবে পাতিয়ালার শিবিরে অনুশীলন করে। শুভজিৎ বলেন, “অনুশীলনের ফাঁকে খেলার খবর রাখব। চেষ্টা করব রাতে লাইভ খেলা দেখার। বেশি রাত হয়ে গেলে পরের দিন পুনঃসম্প্রচার দেখতে হবে। তবে কোনও ভাবেই ম্যাচ মিস করা যাবে না।” অন্য এক তারকা অলিম্পিয়ান সৌম্যজিৎ পাতিয়ালায় অনুশীলন সেরে কোরিয়া ও জাপানে টুর্নামেন্টে ব্যস্ত। তাঁরও প্রথম পছন্দ ব্রাজিল। রোনাল্ডে আর ইব্রাহিমোভিচও তাঁর পছন্দের খেলোয়াড়। পছন্দ করেন মেসি ও নেইমারের খেলা। তিনি জানান, সরাসরি দেখতে না পেলে ইন্টারনেটে খবরাখবর রাখবেন। সেরা মুহুর্তগুলির ক্লিপিং খুঁজে দেখে নেবেন।
একাধিকবারের প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন অর্জুন মান্তু ঘোষের কথায় উঠে এল আর্জেন্টিনার প্রসঙ্গ। স্পেন ও আর্জেন্টিনার দিকেও তাঁর নজর থাকবে বলে জানান। তবে পছন্দের খেলোয়াড় বিশেষ কেউ নেই। গোটা বিশ্বকাপটাই তারিয়ে তারিয়ে উপভোগ করতে চান। তাঁর কথায়, “বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতা এটি। তাই সময় বের করেও খেলা দেখব।” অপর এক অলিম্পিয়ান অঙ্কিতা দাস অবশ্য ছোট থেকেই ব্রাজিলের ভক্ত। এ ছাড়া কোনওদিন কাউকে সমর্থন করেননি। ব্রাজিলের সঙ্গেই স্পেনও অন্যতম ফেভারিট বলে জানিয়েছেন অপর এক উঠতি তারকা আকাশ নাথও। সাগরিকা মুখোপাধ্যায় বা সদ্য জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন ঐশ্বর্য দেবও বিশ্বকাপের সময়টাতে নিজেদের ফুটবলের বাইরে রাখতে চান না বলে জানান।