মানব পাচার বিরোধী সম্মেলন

কলকাতার আমেরিকান কনস্যুলেটের উদ্যোগে মানব পাচার বিরোধী দু’দিনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে। সেই সম্মেলন উপলক্ষে সচেতনতা প্রসারের জন্য মুরালটি এঁকেছেন আমেরিকার শিল্পী জোয়েল বার্গনার। জোয়েলকে সাহায্য করেছেন কলকাতার শিল্পীরাও। শিলিগুড়ির সিটি সেন্টারের দেওয়ালে মুরালটি আঁকা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৪২
Share:

—নিজস্ব চিত্র।

কলকাতার আমেরিকান কনস্যুলেটের উদ্যোগে মানব পাচার বিরোধী দু’দিনের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়িতে। সেই সম্মেলন উপলক্ষে সচেতনতা প্রসারের জন্য মুরালটি এঁকেছেন আমেরিকার শিল্পী জোয়েল বার্গনার। জোয়েলকে সাহায্য করেছেন কলকাতার শিল্পীরাও। শিলিগুড়ির সিটি সেন্টারের দেওয়ালে মুরালটি আঁকা হয়েছে। আগামী শুক্রবার মুরাল এবং সম্মেলনের উদ্বোধন করবেন আমেরিকার কনসাল জেনারেল ক্রেগ হল। উদ্বোধনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। আগামী শনিবার পর্যন্ত সম্মেলন চলবে বলে জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement