মিছিলে অটো আটকে ভোগান্তি শিলিগুড়িতে

আইএনটিটিইউসির মিছিলকে ঘিরে ভোগান্তি হল শিলিগুড়ি শহরের বাসিন্দাদের। বাড়ি ফেরার সময়ে কয়েক ঘন্টা অটো বন্ধ থাকায় শহরজুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা। হিলকার্ট রোডের মত শহরের প্রধান সড়কের কয়েক কিলোমিটার রাস্তা হয়ে গিয়েছিল অঘোষিত ওয়ান ওয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০২:০১
Share:

ভোগান্তির চিত্র। নিজস্ব চিত্র।

আইএনটিটিইউসির মিছিলকে ঘিরে ভোগান্তি হল শিলিগুড়ি শহরের বাসিন্দাদের। বাড়ি ফেরার সময়ে কয়েক ঘন্টা অটো বন্ধ থাকায় শহরজুড়ে দেখা দেয় বিশৃঙ্খলা। হিলকার্ট রোডের মত শহরের প্রধান সড়কের কয়েক কিলোমিটার রাস্তা হয়ে গিয়েছিল অঘোষিত ওয়ান ওয়ে। ফলে একদিনে যেমন নিত্যযাত্রীরা অটোর অভাবে হেঁটে ফিরেছেন, অন্যদিকে রাস্তার একদিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ ঘন্টা যানজটে শ্লথ হয়ে পড়ে শহর। যদিও আইএনটিটিইউসির পক্ষ থেকে শহর স্বাভাবিকই ছিল বলে দাবি করা হয়েছে। যদিও সারাদিনের কাজের পর ভুগতে হওয়ায় বিরক্ত শহরবাসী। এদিন প্রায় পাঁচ হাজারের বেশি লোক নিয়ে মিছিল করে তৃণমূলের ট্রেড ইউনিয়নটি। দার্জিলিং মোড় থেকে শুরু করে মিছিল শেষ হয় বাঘাযতীন পার্ক পর্যন্ত। আইএনটিটিইউসির দার্জিলিং জেলা সভাপতি অরূপরতন ঘোষ বলেন, “শহর স্বাভাবিক রেখে মিছিল করা হয়েছে। অটো চলতে বাধা দেওয়া হয়নি। কারও ভোগান্তিও হয়নি।”

Advertisement

বিকেল ৪টা থেকে বলা হলেও, তারও আগে থেকেই শহরের অটো উধাও হয়ে যায়। কোর্ট মোড়-শুকনা, কোর্ট মোড়-বাগডোগরা, এনজেপি-বাগডোগরা, আশিঘর-কোর্ট মোড় রুটের বেশির ভাগ অটোই বন্ধ ছিল। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কলেজ ছাত্র ছাত্রীরা। শুকনা, ও ফুলবাড়ির কিছু কলেজ থেকে কয়েক কিলোমিটার হেঁটে আসতে দেখা যায়। শালবাড়ির এক কলেজের এক ছাত্রী জিনিয়া পাল জানালেন, “জানতাম অটো বন্ধ থাকবে। বাড়ি থেকে বারণ করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ থাকায় যেতে হয়েছিল। এত পথ হেঁটে ফিরতে হচ্ছে।” ফুলবাড়ির এক কলেজের ছাত্র রবিন লামা বলেন, “এক ঘণ্টার উপরে অপেক্ষা করার পর একটা দূরপাল্লার বাসে, গাদাগাদি করে ফিরতে হল।” মুষ্টিমেয় যে কয়েক জন সিটি অটো চালিয়েছেন তাঁদের এক জন জানালেন, অটো কম থাকায় আট জনের জায়গায় ১২ জন নিতে হয়েছে। বাধ্য হয়ে নিয়েছি। তার পরেও প্রচুর লোককে নিতে পারিনি। যদিও অটো নিয়েও বেশি দূর এগোনোর উপায় ছিল না। হিলকার্ট হয়ে যে রুটগুলো যায় তাঁর বেশিরভাগই যানজটে আটকে ছিল দীর্ঘক্ষণ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুূটির পরে বাড়ি ফিরতে প্রায় তিন ঘণ্টা দেরি হয়েছে বলে জানান এক ছাত্রী নিরূপা চৌধুরী।

তাঁদের উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করছেন জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব। মিছিলে নেতৃত্ব দেন অরূপবাবু ছাড়া, অলক চক্রবর্তী, সংগ্রাম সিংহ মিত্র, মনোজ বর্মা সহ জেলা নেতারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement