দমকল কর্মীদের মিছিল। নিজস্ব চিত্র।
দমকল কর্মীদের বামপন্থী সংগঠন ফায়ার সার্ভিস ওয়ার্কাস ইউনিয়নের রাজ্য সম্মেলন শুরু হল শিলিগুড়িতে। শনিবার সকালে শিলিগুড়ির জলপাইমোড় লাগোয়া একটি ভবনে কো অর্ডিশেন কমিটির অর্ন্তভুক্ত এই সংগঠনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন শুরুর আগে মিছিলে বেশ কিছুক্ষণ অবরূদ্ধ হয়ে পড়ে জলপাইমোড় লাগোয়া এলাকা। ব্যস্ত রাস্তায় যানজট হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। পুলিশের থেকে মিছিলের আগাম অনুমতি নেওয়া থাকলেও, মিছিল শুরুর সময়ে সংগঠনের সদস্যরা পুরো রাস্তা দখল করে জমায়েত করে বলে অভিযোগ। তার জেরেই যানজট শুরু হয়। জলপাইমোড় হয়ে মিছিল ফেরার পথে রাস্তার বিপরীত লেনে ঢুকে পড়ে। এরফলে সামনে থেকে আসা বাস, ট্রাক ছোট গাড়ি আটকে যায়। জট এড়াতে কিছু গাড়ি অন্যদিকের লেনে ঢুকে পড়লে সেখানেও জট তৈরি হয়ে যায়। পরে অবশ্য পুলিশ এসে জট ছাড়িয়ে, যান চলাচল স্বাভাবিক করে।
সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক গিলীপ দাস বলেন, “মিছিল শুরুর সময়ে বিক্ষিপ্ত ভাবে কিছু সমস্যা হয়েছিল। তবে জট তৈরি হতেই রাস্তার একপাশে মিছিল সরিয়ে এনে গাড়ি চলাচলের জায়গা করে দেওয়া হয়েছে। পরে কোনও সমস্যা হয়নি।”
এ দিনের সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির সহ সম্পাদক বিশ্বজিত্ গুপ্ত চৌধুরী। সম্মেলনে রাজ্যের সব জেলার প্রতিনিধিরাই অংশ গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। আজ, রবিবার পর্যন্ত সম্মেলন চলবে। উদ্বোধনের পরে প্রকাশ্য অধিবেশনে বিশ্বজিত্বাবু বলেন, “রাজ্য এবং কেন্দ্র দুই সরকারই জনবিরোধী বিভিন্ন নীতি নিয়ে চলছে। এর প্রতিবাদে ইতিমধ্যেই বিভিন্ন স্তরে আন্দোলন শুরু হয়েছে। এটাই আশার কথা।”