বাইক বাহিনী নিয়ে গ্রামে ঢুকে বাম ও বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের একদল সমর্থকের বিরুদ্ধে। শনিবার দিনহাটার মাতালহাটে ওই ঘটনা ঘটেছে। পরিস্থিতি ঘিরে উত্তেজনা তৈরি হওয়ায় পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। বিজেপি’র অভিযোগ, এ দিন দুপুরে আচমকা ৩০ জন তৃণমূল সমর্থকের বাইক বাহিনী ওই গ্রামে ঢুকে পড়েন। বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে মারধর করা হয়। মারধরের জেরে অন্তত তিন জন জখম হয়েছেন।
তাদের মধ্যে প্রসেনজিৎ বর্মন নামে এক বিজেপি সমর্থককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি এ দিন নাজিরহাটে দলের রামকান্ত বর্মন নামে এক সমর্থকের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল সমর্থকেরা। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিলরঞ্জন দে’র অভিযোগ, “শাসক দলের সন্ত্রাস চরম আকার নিয়েছে। মোটরবাইক বাহিনীর তাণ্ডব ও বাড়ি ভাঙচুরের বিষয়টি পুলিশে জানানো হয়েছে।” ফরওয়ার্ড ব্লকের অভিযোগ, মাতালহাটে তৃণমূলের বাইক বাহিনীর লোকেরা সুকোমল শর্মা ও নরেন্দ্র বর্মন নামে দলের দুই সমর্থককে মারধর করেছে। পরে বাসিন্দারা একজোট হয়ে প্রতিরোধের চেষ্টা করলে তারা পালিয়ে যায়। এ দিন নাজিরহাটে ফব-র একটি অফিস ভাঙচুর করা হয় বুড়িরহাটে এক ফরওয়ার্ড ব্লক সমর্থককে তৃণমূল অফিসে আটকে মারধর করা হয় বলেও অভিযোগ। ফব’র দিনহাটা জোনাল সম্পাদক মন্ডলীর সদস্য বিশু ধরের অভিযোগ, “গোটা দিনহাটা জুড়ে শাসক দলের সন্ত্রাস চলছে। পুলিশকে বলেও লাভ হচ্ছে না।” কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এ সব ভিত্তিহীন অভিযোগ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচার করা হচ্ছে।” কোচবিহারের পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “উত্তেজনার খবর পেয়ে পুলিশ মাতালহাটে গিয়েছে। অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।”