দিনহাটার গুলি কান্ডে নিহতদের স্মরণে আয়োজিত শহিদ দিবস অনুষ্ঠান মঞ্চে গিয়ে ঘটনার নিন্দার ব্যাপারে ফরওয়ার্ড ব্লকের দাবি নিয়ে আলোচনাই হল না বামফ্রন্টের বৈঠকে। বুধবার কোচবিহার জেলা সিপিএম দফতরে বামফ্রন্টের বৈঠক হয়। ফ্রন্ট সূত্রের খবর, ওই বৈঠকে কোচবিহারের চার পুরসভার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। মহকুমা স্তরে বাম ঐক্য বাড়ান, ওয়ার্ড কমিটি সাজানো ছাড়াও যৌথ আন্দোলন কর্মসূচির মাধ্যমে কর্মী-সমর্থকদের চাঙ্গা করার উপর জোর দেওয়া হয়। এদিনের বৈঠকে আজ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের ডাকা শহিদ দিবস অনুষ্ঠানের প্রসঙ্গই ওঠেনি। যদিও গত জানুয়ারিতে জেলা বামফ্রন্টের বৈঠকে এবারের অনুষ্ঠান মঞ্চে গিয়ে সিপিএম নেতাদের ২০০৮ সালের গুলিকাণ্ডের নিন্দার দাবি জানিয়েছিল ফরওয়ার্ড ব্লক। এই পরিস্থিতিতে পুরভোটের মুখে শরিকি ঐক্য জোরদার করার উদ্যোগ কতটা আন্তরিক, তা নিয়ে ফ্রন্টের একাংশে প্রশ্ন উঠেছে।
ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের গুলি চালনার নিন্দা করা সব শরিকের উচিত বলে আমরা এখনও মনে করি। ফ্রন্টের আগের বৈঠকে ওই বিষয়ে আলোচনা হয়েছে। তা আর এগোয়নি। আমরাও নতুন করে এদিনের বৈঠকেও ওই প্রসঙ্গ তুলিনি। আসন্ন পুরসভা ভোটের সঙ্গে ওই বিষয়ের সম্পর্ক নেই।”
সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তারিণী রায় জানান, ২০০৮ সালের ওই কর্মসূচি ফরওয়ার্ড ব্লকের নিজস্ব ছিল। তিনি জানান, এবারের ৫ ফেরুয়ারির কর্মসূচিও ওই শরিক দলের একান্ত নিজস্ব ব্যাপার। তিনি বলেন, “ফরওয়ার্ড ব্লকের নিজস্ব দলীয় কর্মসূচি ওই ব্যাপারে বৈঠকে আলোচনা হয়নি। বামফ্রন্টে দ্বন্দ্বের কোনও ব্যাপারই নেই।” তারিণীবাবুর দাবি, “ওরকম কোনও দাবি কোনও বৈঠকেই ওঠেনি। জেলা ফ্রন্টের আগের বৈঠকে ওরা ( ফরওয়ার্ড ব্লক) বলেছিল অনেক বিষয়ে আমরা একমত হচ্ছি, আরও কিছু ব্যাপারে একমত হওয়া যায় কি না?” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমন্ডলীর এক সদস্য একান্তে অবশ্য মানছেন, ফরওয়ার্ড ব্লকের তরফে দিনহাটা কান্ডের নিন্দার ব্যাপারে আগের বৈঠকে প্রস্তাব দেওয়া হয়। সে সময় ওই ব্যাপারে দলে আলোচনা করার কথা বলা হয়। এদিন তা নিয়ে কোন আলোচনা হয়নি। স্রেফ পুরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়েই কথাবার্তা হয়েছে।
২০০৮ সালের ৫ ফেব্রুয়ারি দলের আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। ফরওয়ার্ড ব্লকের পাঁচ কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। পুলিশ ও সিআরপি গুলি চালায় বলে অভিযোগ। ফি বছর ৫ ফেরুয়ারি দিনহাটা মেন রোডে মহকুমা শাসকের দফতরের সামনে রাস্তা আটকে অস্থায়ী মঞ্চ করে শহিদ দিবস পালন করে ফরওয়ার্ড ব্লক। এবার সপ্তম বর্ষের শহিদ দিবসের অনুষ্ঠান মঞ্চে সিপিএম নেতাদের কাছে ওই গুলি চালনার নিন্দা করার দাবি জানান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। জানুয়ারি মাসে জেলা ফ্রন্টের বৈঠকে ওই দাবি তোলে বলে ফরওয়ার্ড ব্লক সূত্রে খবর।