আলিপুরদুয়ার পুরসভায় তৃণমূলের বিক্ষোভ। শুক্রবার। নিজস্ব চিত্র।
অনিয়মের অভিযোগ তুলে আলিপুরদুয়ার পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কাউন্সিলরা। শুক্রবার সকাল থেকে তৃণমূলের বিক্ষোভের জেরে কোনও কাজ হয়নি পুরসভায়। তৃণমূল কাউন্সিলরদের দাবি কিছু দিন আগে তাঁরা সংখ্যালঘু বাম পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা পেশ করে। অনাস্থা বৈঠকের আগে শুক্রবার বাম পুরবোর্ড অবৈধ ভাবে বোর্ড মিটিং ডাকে বলে অভিযোগ করেন তাঁরা। তা ছাড়াও এলাকার বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিলি নিয়ে সিপিএমের চেয়ারম্যানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও তুলেছেন তৃণমূল কাউন্সিলররা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরসভায় ২০ জন কাউন্সিলর রয়েছেন। গত নির্বাচনে বামেরা আটটি,এবং তৃণমূল ও কংগ্রেস ছ’টি করে আসনে জয়ী হয়। বোর্ড গঠনের সময় কংগ্রেস কাউন্সিলররা অনুপস্থিত ছিলেন। বোর্ড গঠন করেন বামেরা। পরে কংগ্রেসের ছ’জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় সংখ্যালঘু হয়ে পড়ে বামেরা। গত ৩০ জুলাই তৃণমূল সংখ্যালঘু বাম বোর্ডের বিরুদ্ধে অনাস্থা পেশ করে।
আলিপুরদুয়ার পুরসভার সিপিএম চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “তৃণমূল আনা অনাস্থা নিয়ে ভাইস চেয়ারম্যান ১৯ সেপ্টেম্বর বৈঠক ডেকেছেন। শুক্রবার পুরসভার মাসিক বৈঠক ছিল যেখানে উন্নয়নমূলক বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।” ত্রাণ বিলি নিয়ে তৃণমূলের আনা অভিযোগ ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি। অনিন্দ্যবাবুর বক্তব্য, গত ২৬ অগস্ট শহরের বেশ কিছু এলাকায় বৃষ্টির জল জমে যায়। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত তৃণমূলের বিক্ষোভের জেরে এলাকায় ত্রাণের কাজ শুরু করতে দেরী হয়। তাছাড়া কালজানি নদীর জল বাড়ায় নদীর চর এলাকাতেও ত্রাণ বিলি করা হয়েছে।
তৃণমূলের টাউন ব্লক সভাপতি তথা কাউন্সিলর আশিষ দত্ত বলেন, “৩০ জুলাই অনাস্থা পেশ করা হয়েছে। নিয়মানুযায়ী ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকার কথা চেয়ারম্যানের। কিন্তু তা না মেনে প্রায় এক মাস পরে ১৯ সেপ্টেম্বর ওরা বৈঠক ডেকেছে। তাছাড়া অনাস্থা বৈঠকের আগে কোনওরকম বোর্ড মিটিং করা যায়না। সেই নিয়মও না মেনে এদিন উন্নয়নমূলক বৈঠক ডেকেছিলেন চেয়ারম্যান। তাছাড়া দিন কয়েক আগে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হলে সেই সময় ত্রান বিলি নিয়ে পক্ষপাতিত্ব করেছেন চেয়ারম্যান।” এসবের প্রতিবাদেই পুরসভার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে বলে জানান তিনি।
সিপিএমের আলিপুরদুয়ার জেলার আহ্বায়ক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বলেন,“অগনতান্ত্রিক ভাবে গেটে তালা লাগিয়ে পুরসভা অচল করে দেয় তৃণমূল। বাম কাউন্সিলরা বিষয়টি অতিরিক্ত জেলাশাসকের কাছে জানিয়েছেন, কিন্তু কোনও সহযোগিতা পাননি। আলিপুরদুয়ারে অতিরিক্ত জেলাশাসক দেবীপ্রসাদ করণম বলেন,“বাম কাউন্সিলরা জানিয়েছেন তৃণমূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। আমরা বিষয়টি দেখছি।”