ঢেকলাপা়ড়া বাগানে তিন শ্রমিকের মৃত্যু

ডুয়ার্সের বীরপাড়ার বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে অপুষ্টি ও রোগে ভুগে তিন শ্রমিক মারা গিয়েছেন বলে অভিযোগ উঠছে। বাগান সূত্রের খবর, মৃত শ্রমিকদের নাম সুরেশ বেড়িয়া (৩৬), বিপটা বেড়িয়া (৪৮) ও মঙ্গল ওঁরাও (২৬)। সোমবার রাতে মারা যান বিপতা বেড়িয়া ও মঙ্গল ওঁরাও। মঙ্গলবার সকালে মারা যান সুরেশ বেড়িয়া। দীর্ঘদিন থেকে অসুস্থ ওই শ্রমিকরা কিছু দিন বীরপাড়া হাসপাতালে ভর্তি ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বীরপাড়া শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০২:৩৭
Share:

ডুয়ার্সের বীরপাড়ার বন্ধ ঢেকলাপাড়া চা বাগানে অপুষ্টি ও রোগে ভুগে তিন শ্রমিক মারা গিয়েছেন বলে অভিযোগ উঠছে। বাগান সূত্রের খবর, মৃত শ্রমিকদের নাম সুরেশ বেড়িয়া (৩৬), বিপটা বেড়িয়া (৪৮) ও মঙ্গল ওঁরাও (২৬)। সোমবার রাতে মারা যান বিপতা বেড়িয়া ও মঙ্গল ওঁরাও। মঙ্গলবার সকালে মারা যান সুরেশ বেড়িয়া। দীর্ঘদিন থেকে অসুস্থ ওই শ্রমিকরা কিছু দিন বীরপাড়া হাসপাতালে ভর্তি ছিলেন। কিছুটা সুস্থ হয়ে সম্প্রতি বাগানে ফেরার পরে আবার অসুস্থ হয়ে পড়েন। হাত-পা ফুলে যাওয়ায় কয়েকদিন ধরে শয্যাশায়ী ছিলেন সকলেই। ২০০২ সাল থেকে চা বাগানটি বন্ধ রয়েছে। মাদারিহাট-বীরপাড়ার বিডিও পেম্বা শেরপা বলেন, ‘‘এখনও আমার কাছে শ্রমিক মৃত্যু নিয়ে কেউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।’’ বাগানের শ্রমিক স্বপন সমাজদার জানান, “অপুষ্টিতে ভুগছিল ওই শ্রমিকেরা। দীর্ঘদিন হাত-পা ফোলা ছিল তিন জনের। ভাল করে চিকিৎসা করাবার টাকা ছিল না পরিবারগুলির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement