কর্মীর অভাবে আটকে প্রকল্প

বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের কাজ পরিচালনার জন্য এক বছর আগে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে কর্মী নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা। ওই দফতরের তরফে প্রস্তাব অনুমোদন করা হয়নি। কর্মী নিয়োগের অনুমতি না মেলায় শহরে জল সরবরাহের কাজ আটকে। জুন মাসে পুর নির্বাচন হওয়ার কথা। নগরোন্নয়ন দফতর থেকে কর্মী নিয়োগের অনুমতি দেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রায়গঞ্জ শেষ আপডেট: ২৭ মে ২০১৪ ০১:৫৭
Share:

বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের কাজ পরিচালনার জন্য এক বছর আগে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে কর্মী নিয়োগের প্রস্তাব পাঠিয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভা। ওই দফতরের তরফে প্রস্তাব অনুমোদন করা হয়নি। কর্মী নিয়োগের অনুমতি না মেলায় শহরে জল সরবরাহের কাজ আটকে। জুন মাসে পুর নির্বাচন হওয়ার কথা। নগরোন্নয়ন দফতর থেকে কর্মী নিয়োগের অনুমতি দেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস।

Advertisement

পুর-চেয়ারম্যান তথা কালিয়াগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি অরুণ দে সরকার বলেছেন, “বাড়ি বাড়ি জল সরবরাহ প্রকল্পের কাজ ৯৫ শতাংশ শেষ হয়ে গিয়েছে। কর্মী পেলে যে কোনও দিন বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ আমরা শুরু করে দিতে পারি।” তিনি জানান, প্রকল্পের কাজ পরিচালনার জন্য পুরসভার পক্ষ থেকে গত এপ্রিল মাসে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে ৭০ কর্মী নিয়োগ করার প্রস্তাব পাঠানো হয়। কিন্তু দফতরের তরফে এখনও পর্যন্ত সেই প্রস্তাব অনুমোদন না-করায় কাজ শুরু করা যাচ্ছে না। অরুণবাবুর হুঁশিয়ারি, “পুর নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে সরকারি ভাবে কর্মী নিয়োগের অনুমতি না দিলে রাজ্য সরকারের বিরুদ্ধে টানা আন্দোলনে নামা হবে।”

এই ব্যাপারে রাজ্যের পরিষদীয় সচিব তথা ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্যের দাবি, রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে এই নিয়ে তাঁর কথা হয়েছে। তাঁর দাবি, “কালিয়াগঞ্জ পুরসভা রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরে লিখিতভাবে পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে বলে জানায়নি। তাই পুর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কর্মী নিয়োগের অনুমোদন পাননি।” অরুণবাবুর যুক্তি, রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ারিং বিভাগের নজরদারিতে এক ঠিকাদার সংস্থা এই কাজ করেছে। প্রকল্পের কাজের বর্তমান পরিস্থিতি কর্তৃপক্ষের অজানা থাকার কথা নয়।

Advertisement

২০০৯-এ বাড়ি বাড়ি পানীয় জল প্রকল্পে ‘জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন’-এর তহবিল থেকে কালিয়াগঞ্জ পুরসভাকে ১১ কোটি ৬৭ লক্ষ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। রাজ্য পুর নগরোন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ারিং বিভাগ প্রকল্পের কাজ শুরু করে। প্রায় সাত মাস আগে ওই প্রকল্পে শহরের উত্তর চিড়াইল, ধনকল ও শিমুলতলা এলাকায় তিনটি জলাধার তৈরির কাজ শেষ হয়। তিনটি জলাধারের ক্ষমতা ৫ লক্ষ গ্যালন। ইতিমধ্যেই পুর এলাকার ৬০ কিমি এলাকায় পাইপ লাইন ও প্রকল্প চত্বরে উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি পাম্প বসানোর কাজ শেষ। অরুণবাবুর দাবি, “৭০ জন কর্মী নিয়োগ করার অনুমতি পেলে দু’সপ্তাহের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ করতে পুরসভা কর্তৃপক্ষের সমস্যা হবে না।”

পুরসভার ১৭টি ওয়ার্ডে প্রায় ৬৫ হাজার বাসিন্দার বাস। প্রতিটি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের ১১০টি কল রয়েছে। এখনওবাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের পরিকাঠামো গড়ে ওঠেনি। পুরসভায় ৭০ স্থায়ী কর্মী থাকলেও অনভিজ্ঞতা ও তাঁরা পরিষেবামূলক কাজে নিযুক্ত থাকায় তাঁদের পক্ষে জল প্রকল্পের কাজ পরিচালনা করা সম্ভব হবে না বলে দাবি কর্তৃপক্ষের।

সিপিএমের জেলা সম্পাদক জেলা বামফ্রন্ট চেয়ারম্যান বীরেশ্বর লাহিড়ি কালিয়াগঞ্জেরই বাসিন্দা। তিনি বলেন, “যে যা দাবি করুক, এতটুকু বলতে পারি, সুবিধা নিতে পুরভোটের আগে পরিকল্পিত ভাবে কংগ্রেস পরিচালিত পুরসভা ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকার কালিয়াগঞ্জে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজ আটকে দিয়েছে। বিষয়টি ভোট প্রচারে তুলে ধরব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement