টাকা চাওয়া নিয়ে বচসা, মালদহে গুলিবিদ্ধ নিরীহ যুবক

ফের গুলি চালনার ঘটনা ঘটল রাজ্যে। টাকা চাওয়া নিয়ে সামান্য বচসার জেরে চলল গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হলেন এক নিরীহ যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪২
Share:

ফের গুলি চালনার ঘটনা ঘটল রাজ্যে।

Advertisement

টাকা চাওয়া নিয়ে সামান্য বচসার জেরে চলল গুলি। আর তাতেই গুলিবিদ্ধ হলেন এক নিরীহ যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচকে।

আহত যুবক নিয়াজ শেখ (১৯) আপাতত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।

Advertisement

সূত্রের খবর, ইদ উপলক্ষে শুক্রবার কালিয়াচক থানার খালতিপুরে যায় কয়েক জন যুবক। সেখানে দলেরই জনি শেখ নামে এক যুবক হঠাত্ই বকেয়া টাকা চায় রবিউল শেখ নামে অন্য যুবকের কাছে। কিন্তু টাকা দিতে অস্বীকার করে রবিউল। এই নিয়ে শুরু হয় বচসা। হঠাত্ই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায় অভিযুক্ত রবিউল। কাছেই দাঁড়িয়েছিলেন পেশায় রাজমিস্ত্রি বছর ঊনিশের নিয়াজ শেখ। গুলিটি নিয়াজের ডান পায়ে লাগে। কালিয়চকেরেই হাটখোলা ফুলবাড়ি এলাকার বাসিন্দা নিয়াজ ওই যুবকদের সঙ্গেই ঘটনাস্থলে গিয়েছিলেন। আহত নিয়াজকে নিয়ে এর পর স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় অভিযুক্ত যুবকেরা। সেখানে তাঁকে ভর্তি করে দিয়ে পালিয়ে যায় তারা। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় নিয়াজের বাড়িতে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়াজকে মালদহের মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে রাতেই অস্ত্রোপচার হয় আহত যুবকের। আপাতত সেখানেই ভর্তি আছেন তিনি। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকেরা।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের না হলেও তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement