ও-টু’কে হারিয়ে সেমিফাইনালে পৌঁছল ইয়ুথ ক্লাব। শুক্রবার বাগডোগরার পায়োনিয়ার ফুটবল মাঠে ৩-১ গোলে জয়ী হয়েছে ইয়ুথ ক্লাব। দুই ক্লাবই বাগডোগরার।রাজীব গাঁধী গ্রামীণ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। পায়োনিয়ার মাঠ ছিল দর্শকদের ভিড়ে ঠাসা।খেলা শুরুর কিছু পরেই প্রথম গোল এবং পাল্টা গোল হয়ে যাওয়ায় টানটান লড়াই শুরু হয়। ষাট মিনিটের খেলায় শেষ পর্যন্ত সে উন্মাদনা ছিল মাঠে।
বাগডোগরা ইয়ুথ ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন রোশন ছেত্রী। তিন মিনিটের মাথায় ও-টু গোল শোধ করে। ও-টুর হয়ে যে খেলোয়াড় গোল শোধ করেছেন তাঁর নামও রোশন ছেত্রী। ইয়ুথ ক্লাবের হয়ে বাকি দু’টি গোল করেন রাকেশ বরা, এবং তারক মাহাতো। আজ, শনিবার তরুণ সঙ্ঘ এবং কিশোর স্পোর্টিং ক্লাবের খেলা রয়েছে।
১৬টি দলকে নিয়ে ১ সেপ্টেম্বর থেকে বাগডোগড়ায় শুরু হয়েছে রাজীব গাঁধী গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট। দু’টি গ্রুপে ভাগ হয়ে প্রথমে লিগ ম্যাচ হয়েছে। এ দিন থেকেই শুরু হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব। আয়োজকদের দাবি, খেলা শুরুর প্রথম দিন থেকেই মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ছে। ফাইনাল খেলা হবে আগামী ১৮ সেপ্টেম্বর।
ফাইনাল খেলাকে আকর্ষণীয় করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে। চলতি বছর টুর্নামেন্টের পঞ্চম বছর পূর্তি হচ্ছে। আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক অমিতাভ সরকার জানিয়েছেন, গ্রামের প্রত্যন্ত এলাকার কিশোরদের ফুটবলে বেশি করে উৎসাহিত করতেই টুর্নামেন্টের আয়োজন। সে কারণে খেলায় পুরস্কার মূল্যও রাখা হয়েছে। টুর্নামেন্টে জয়ী দল ৫০ হাজার এবং রানার্স ৩০ হাজার টাকা পাবেন।
ফাইনালের দিন সাংসদ তথা রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। বীরভূমের সাংসদকে আয়োজক কমিটি সভাপতি করেছে। উদ্যোক্তা কমিটির যুগ্ম আহ্বায়ক অমিতাভবাবু বলেন, ‘‘সব খেলাই ত্রিশ মিনিটের। প্রতিটি খেলায় এমন উন্মাদনা দেখে আমরা উৎসাহিত। দর্শকদের আগ্রহ দেখে ফাইনাল ম্যাচকে কী ভাবে আরও আকর্ষণীয় করা যায়, তার ভাবনাচিন্তা চলছে।’’