পুরসভার চেয়ারম্যানকে তোলাবাজ বলে ফেসবুকে আক্রমণ এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করেই তৃণমূলের অন্দরে চেয়ারম্যানকে সরানোর দাবিতে সরব দলের একাংশ। ফেসবুকে আক্রমণকে কেন্দ্র করে পাল্টা আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন পুরভার চেয়ারম্যান আশিস দত্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গা পুজোর আগে ফেসবুকে তৃণমূলের এক নেতা ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ সংক্রান্ত অনুষ্ঠানের ছবি পোস্ট করেন। ছবিতে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীকে পুজোর ম্যাপ উদ্বোধন করতে দেখা যাচ্ছে। পাশে রয়েছেন পুলিশ সুপার ও আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান। ওই পোস্টটিতেই চেয়ারম্যানকে অশ্রাব্য ভাষায় গালি দেন ওই মহিলা। বিধায়ক সৌরভের উদ্দেশেও লেখেন “তুমি কত সচেতন বুঝতে পারলাম, যেদিন তুমি ওই কাউন্সিলর আশিস দত্তকে নিয়ে থাকবে তত দিন তোমার পতন হবে।” আশিসবাবুকে তোলাবাজ বলেও সম্বোধন করেন তিনি। সোসাল নেটওয়ার্কে এ ভাবে পুরসভার চেয়ারম্যানকে আক্রমণের ঘটনায় যথেষ্ট বিড়ম্বনায় তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।
কলকাতা গোলপার্কের বাসিন্দা ওই মহিলা চন্দ্রা চক্রবর্তী জানান, তাঁরা দুই ভাই ও দুই বোন। এক ভাই মারা গিয়েছেন। আলিপুরদুয়ারে থাকেন এক ভাই। ওই ভাই আশিসবাবুর সঙ্গে মিলে একটি ওয়ারিশ শংসাপত্র বের করেছেন, তাতে ওই ভাইকেই সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী দেখানো হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন।
ফেসবুকে পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ওঠার কথা স্বীকার করে নিয়েছেন সৌরভবাবু। তিনি বলেন, “বিষয়টি দেখেছি। আশিসবাবুর সঙ্গে কথা বলেছি, ওনার দাবি, অভিযোগ মিথ্যে।”
আলিপুরদুয়ারের পুলিশ সুপার আভারু রবীন্দ্রনাথ জানান, পুরসভার চেয়ারম্যান ফেসবুক সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আশিসবাবু বলেন, “মিথ্যে অভিযোগ। ওই মহিলা যা বলছেন, তা বাম হলের ঘটনা। উনি কোথাও ভুল করছেন। ফেসবুকে আক্রমণ করে গালি দেওয়া ও বদনাম করার বিষয় পুলিশে লিখিত অভিযোগ করেছি।”