West Bengal Lockdown

খোলার আগেই লম্বা লাইন, মদের দোকান খুলতেই উপচানো ভিড়

ভিড় হওয়ার আশঙ্কায় শিলিগুড়ির একটি জায়গায় মদের দোকান খুলতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৫:০৭
Share:

ধৈর্য্য: মদের দোকানের সামনে দীর্ঘ লাইন। শিলিগুড়িতে নিজস্ব চিত্র

লকডাউনের জেরে দীর্ঘ দিন বন্ধ ছিল মদের দোকান। প্রায় ৪১ দিন পর সরকারি নির্দেশে মদের দোকান খুলতেই উপচে পড়ল ভিড়। সোমবার অধিকাংশ দোকান খোলার আগে থেকেই ক্রেতাদের বিশাল লাইন দেখা গিয়েছে। প্রশাসনের কড়া নির্দেশ সত্ত্বেও সামাজিক দূরত্ব না মেনেই নানা জায়গায় দোকানের সামনে লাইন হয়েছে বলে অভিযোগ। ভিড় হওয়ার আশঙ্কায় শিলিগুড়ির একটি জায়গায় মদের দোকান খুলতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

শিলিগুড়ির ডেপুটি আবগারি কালেক্টর বিজয় টিগ্গা বলেন, ‘‘আমরা সাধ্যমত চেষ্টা করেছি যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। কেবলমাত্র লাইনে দূরত্ব বজায় রাখার জন্য আমাদের দফতরের আধিকারিকরা নিয়মিতভাবে শহরের বিভিন্ন মদের দোকানে ঘুরে বেড়িয়েছেন।’’ শহরে ২০টি মদের দোকানের মধ্যে খোলা ছিল ১৩টি। প্রতিটির সামনেই বিপুল ভিড় ছিল। আবগারি কর্তারা এলাকায় ঘুরেছেন ঠিকই, কিন্তু অভিযোগ যে তাঁরা একটি দোকান ছেড়ে অন্য দিকে যেতেই আবার গায়ে গায়ে হয়ে গিয়েছে সব লাইন।

মদের দোকান খুললে সামাজিক দূরত্ব না মেনে ভিড় হবে এই আশঙ্কায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটিয়াশাল এলাকায় একটি মদের দোকান খুলতে দেননি স্থানীয় সাধারণ বাসিন্দারা। তাদের দাবি, প্রধান রাস্তার উপরে দোকান হলেও সেখান থেকে মদ কিনে গলি দিয়ে যাতায়াত করার সময় সংক্রমণ ছড়াতে পারে। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভে শেষ পর্যন্ত ওই দোকানটি খোলা সম্ভব হয়নি। পরে পুলিশ গিয়ে দোকান খোলার অপেক্ষায় থাকা মানুষের ভিড় সরিয়ে দেয়। বাসিন্দাদের একাংশের দাবি, এই সময় মদের দোকান খুলে ভিড় বাড়ানোর বদলে অন্য দোকান খুলে দিলে ভাল হতো।

Advertisement

আবগারি দফতরের কর্তারা জানান, সামাজিক দূরত্ব যাতে বজায় রাখা হয় তা পুলিশকে দেখতে বলা হয়েছে। তবে এ দিন বিধি মেনে দূরত্ব বজায় থাকেনি। শহরের বাইরের দিকের দোকানগুলিতে ভিড় তুলনায় বেশি ছিল। বিকেল পর্যন্ত কোথাও ঝামেলার খবর আসেনি বলে জানান পুলিশকর্তারা। বিলিতি মদ ৩৬ লিটার এবং দেশি মদ ১২ লিটার পর্যন্ত কেনা বৈধ বলে জানান আবগারি কর্তারা। মদের দোকান মালিকদের সংগঠন সূত্রে জানা গিয়েছে, মজুত না থাকায় বেশ কিছু দোকান খোলা যায়নি। তবে এ দিন সন্ধ্যের পর বেশ কিছু দোকানে মদ আসে। সেই দোকানগুলি আজ মঙ্গলবার থেকে খোলা হবে বলে সূত্রের দাবি।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement