বেআইনি ভাবে হিলি সীমান্ত টপকে আসা ৭ বাংলাদেশি নাগরিক সহ মোট ৯ জনকে গ্রেফতার করল বিএসএফ।
বিএসএফ জানিয়েছে, ধৃতেরা জেরার মুখে কবুল করেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁরা নদিয়ার নাকাশিপাড়ায় ভোট দিতে যাচ্ছিলেন। ভোটার তালিকাতে তাঁদের নামও রয়েছে বলে বিএসএফ জানতে পেরেছে। বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা ওই দলটি হিলি সীমান্তের কাঁটাতারহীন এলাকা টপকে দালালের হাত ধরে একটি ছোট গাড়ি ভাড়া করে রাতে নদিয়া রওনা হয়েছিল। যে গাড়িটি করে তারা যাচ্ছিলেন, সেটি নির্বাচনের কাজে প্রশাসন অধিগ্রহণ করেছে। গাড়ির চালক ও খালাসিকেও পুলিশ গ্রেফতার করেছে। তাঁরা দু’জনে বালুরঘাটের ঠাকুরপুডরা এবং হিলি এলাকার বাসিন্দা।
সরকারি সূত্রের খবর, দিনে ওই গাড়িটি প্রশাসনের কাজে ব্যবহার করা হয়। কিন্তু রাতে ছেড়ে দেওয়া হয়। গাড়ির সামনের কাচে সাঁটা রয়েছে ‘ভোট অন ডিউটি’ কথাটা। বিএসএফ সূত্র জানিয়েছে, সেই জন্য গাড়িটিতে তল্লাশি করা হবে না বলেও ভেবেছিলেন চালক। সেই সুযোগ নিয়ে রাতারাতি দলটিকে নাকাশিপাড়ায় পৌঁছে সকালের মধ্যে ফিরে আসার মতলব ছিল বলে জেরায় ওই চালক ও খালাসি জানিয়েছেন।