পাচারের আগে উদ্ধার ২ যুবতী। নিজস্ব চিত্র।
কাজের প্রলোভন দেখিয়ে ভিন্দেশে পাচারের আগেই ২ যুবতীকে উদ্ধার করল মাদারিহাট থানার পুলিশ। উদ্ধারের পর তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
ওই ২ যুবতী আলিপুরদুয়ারের মুজনাই চা-বাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবারের আর্থিক অনটনের সুযোগ নিয়ে ওই ২ যুবতীকে পাচারের চেষ্টা হচ্ছিল। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে পুলিশ।
হাতে কোনও কাজ না থাকায় ডুয়ার্সের বেশির ভাগ চা-শ্রমিক পরিবারে আর্থিক অবস্থা খুব খারাপ। কাজের জন্য তাঁরা যে কোনও জায়গায় যেতে রাজি। ফলে অসাধু চক্রের হাতে পড়ে এমন ভাবে পাচারের সম্ভাবনা থেকে যাচ্ছে।
উদ্ধার হওয়া ২ যুবতীকে মাদারিহাটের ‘জঙ্গল বুক’ নামে একটি টুরিস্ট লজে শনিবার কাজের ব্যবস্থা করে দেয় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় এবং মাদারিহাট থানার ওসি টিএন লামা।