সব্জির গুদামে আগুন। নিজস্ব চিত্র।
পাশাপাশি ১২টি গুদামে আগুন লেগে নষ্ট হয়ে গেল কয়েক লাখ টাকার আলু এবং অন্যান্য সব্জি। সোমবার সকাল ১১টা নাগাদ আগুন লাগে। দমকল দেরিতে আসার অভিযোগে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। ডুয়ার্সের গয়েরকাটা বাজারের হাটখোলা এলাকার ঘটনা।
স্থানীয়দের অনুমান, গুদামগুলির সামনে জড়ো হয়ে থাকা শুকনো আবর্জনায় কোনও ভাবে আগুন লেগে যায়। যায়। তা থেকেই একের পর এক গুদামে আগুন ছড়াতে থাকে। গুদামে কাজ কর ছিলেন ৩ ব্যবসায়ী। প্রথমে তাঁরা আটকে গেলেও পরে কোনও রকমে বেরিয়ে আসেন।
স্থানীয়রা খবর দেন দমকলে। কিন্তু দমকল প্রায় ৪৫ মিনিট দেরিতে ঘটনাস্থলে আসে বলে অভিযোগ। প্রথমে দমকল কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভও দেখান সাধারণ মানুষ। তাঁদের আরও অভিযোগ, গয়েরকাটায় ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে দমকল কেন্দ্র তৈরি করার ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রায় ২ বছর অতিক্রান্ত হলেও তা বাস্তবায়িত হয়নি। বিক্ষোভের সময় দমকল কর্মীদের ঘিরে স্লোগান দেন এলাকার সাধারণ মানুষ এবং গয়েরকাটা নাগরিক উন্নয়ন মঞ্চের সদস্যরা।
দমকল আধিকারিক বিপ্লব ঠাকুর বলেন, “আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় ২টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে আগুন লাগল, তার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”