ফাঁকা স্টেশন।
রেল থেকে বাস, সব ধরনের পরিবহণই স্বাভাবিক হল না এখনও। এমনকি, ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক নয় মালদহ ও উত্তর দিনাজপুরে। শুক্রবারও তাই সাধারণ মানুষের দুর্ভোগের চেনা ছবি দেখা গেল দুই জেলাতেই। কোথাও ট্রেন না পেয়ে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছে হচ্ছে যাত্রীদের। কোথাও আবার ঘুরপথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে। যার ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। জনজীবন স্বাভাবিক না হওয়ায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা। তাঁদের দাবি, জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরাতে প্রশাসনের উদাসীন। যদিও জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা।
নতুন নাগরিকত্ব আইন, এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন একশ্রেণির মানুষ। মালদহের হরিশ্চন্দ্রপুর, ভালুকা স্টেশনে ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে কালিয়াচক, বৈষ্ণবনগরে। মালদহের মতো উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটে। এই ঘটনাগুলির সপ্তাহ ঘুরতে চললেও এখনও স্বাভাবিক হয়নি দুই জেলার জনজীবন।
উত্তর দিনাজপুরে রায়গঞ্জবাসীর রেলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় বেসরকারি বাস, রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসের উপরে নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। উত্তর দিনাজপুরের মতো মালদহেও এ দিনও বাতিল রয়েছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন। রেল সূত্রে জানা গিয়েছে, রাধিকাপুর এক্সপ্রেসের মতো আরও সাতটি এক্সপ্রেস ট্রেন বাতিল রয়েছে। মালদহ-হাওড়া ভায়া আজিমগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, হাটে বাজারে এক্সপ্রেস, নবদ্বীপ ধাম এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেনগুলি। একই সঙ্গে চারটি প্যাসেঞ্জার ট্রেনও বাতিল করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি, মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, কৃষ্ণপুরের মতো একাধিক স্টেশন অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া লাইনগুলিতে ট্রেন চলাচল বন্ধ। পরিষেবা স্বাভাবিক হতে আরও সাত দিন সময় লাগবে। মালদহ ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার বলেন, ‘‘পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে। রেললাইন, স্টেশনের মেরামতের কাজ শেষ হলেই ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।’’
বাস পরিষেবাও এখনও স্বাভাবিক হয়নি। তবে দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কর্তারা। নিগমের একাংশ কর্তা বলেন, মালদহ এবং রায়গঞ্জ ডিপোর মোট পাঁচটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।