derailed

কার্শিয়াঙে টয় ট্রেন লাইনচ্যুত

ঘটনাস্থলে আসেন রেলের কর্তারা। পরে ডিজেল ইঞ্জিনটি লাইনে তুলে দার্জিলিংয়ের দিকে রওনা হয় ট্রেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০৩:০৩
Share:

প্রতীকী ছবি।

টয় ট্রেন লাইনচ্যুত হয়ে আতঙ্ক ছড়াল রেলযাত্রীদের মধ্যে। শুক্রবার দুপুরে কার্শিয়াং লাগোয়া মহানদী স্টেশনের কাছে ওই ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ আটকে পড়েন দার্জিলিংগামী টয়ট্রেনের যাত্রীরা। রেল সূত্রে খবর, শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে বিকেল সাড়ে তিনটে নাগাদ ওই ঘটনা ঘটে। ইঞ্জিন রেল লাইন থেকে বের হয়ে গেলে বিরাট শব্দে থেমে যায় ট্রেন। রেল সূত্রে দাবি, কেউ আহত না হলেও আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যাত্রীরা। ঘটনাস্থলে আসেন রেলের কর্তারা। পরে ডিজেল ইঞ্জিনটি লাইনে তুলে দার্জিলিংয়ের দিকে রওনা হয় ট্রেন।

Advertisement

দার্জিলিং হিমালয়ান রেলের অধিকর্তা এম কে নার্জারি বলেন, ‘‘যাত্রীরা কেউ আহত হননি, সকলেই নিরাপদ রয়েছেন।’’ কী ভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছেন রেলকর্তারা। এর আগেও একাধিকবার টয়ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। গত বছর এক পর্যটক ট্রেন থেকে ছবি তোলার সময় তারে পেঁচিয়ে পড়ে গিয়ে মারা যান। শুক্রবার দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে টয়ট্রেনের জন্য আলাদা প্রশাসনিক ডিভিশন, তিনধারিয়ার ওয়ার্কশপের উন্নতি, শূণ্যপদ পূরণের দাবি তুলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement