ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠলো মালদহের ইংরেজবাজার। এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠলো সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওর্য়াডের রায় পাড়া এলাকায়। রাতেই গুলিবিদ্ধ ওই যুবককে তাঁর পরিবারের লোকজন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার ভোরে তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে,আহত যুবকের নাম পিন্টু মন্ডল(২৭)। তিনি পেশায় রাজ মিস্ত্রি। মালদহের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’
ইংরেজবাজার পুরসভার ২৪,২৫ নম্বর ওর্য়াড সিপিএমের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। এবারের পুরসভা নির্বাচনে দুই ওর্য়াডে জয়ী হয়েছে সিপিএম। ২৪ নম্বর ওয়ার্ডে রের্কড ব্যবধানে জয়ী হলেও ২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী দোলন চাকি মাত্র তিন ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। অভিযোগ, দোলন বাবুর সমর্থনে মঙ্গলবার বিকেলে কর্মী সমর্থকেরা এলাকায় বিজয় মিছিল করে। পিন্টু মন্ডলের বাড়ির সামনে বিজয় উৎসব করার সময় তিনি নিষেধ করেন বলে দাবি তাঁর পরিবারের। সেই সময় বচসাও হয়। এরপর রাতে বাড়ির জানলা দিয়ে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। সেই সময় পিন্টু বাবু ঘরে ঘুমিয়েছিলেন। তাঁর বুকের বাঁ দিকে গুলি লাগে। গুলির শব্দে পরিবারের লোকজন এবং স্থানীয়রা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকেরা রাতেই তাঁকে রেফার করে দেন কলকাতায়।
আহতের বাবা রাম পদ মন্ডল বলেন, ‘‘আমার ছেলে তৃণমূল প্রার্থী কুণাল সিংহের হয়ে ভোটে কাজ করেছে। প্রচার, মিছিলে সব সময় সে গিয়েছে। দোলন চাকি তাকে যেতে নিষেধ করত। গেলে পরিনতি ভালো হবে না বলে হুমকিও দিত। সে ভোটে জিতে যাওয়ায় তার কর্মীরা আমাদের বাড়ির সামনে বক্স বাজায়। ছেলে প্রতিবাদ করলে গালি গালাজ করা হয়। পরে রাতে ছেলেকে গুলি করেছে। দোলনের নির্দেশে তার দলবল এই কাজ করেছে।’’
যদিও দোলন বাবু বলেন, ‘‘বিজয় মিছিলে কোন কিছুই হয়নি। চক্রান্ত করে আমাকে ফাঁসানো হচ্ছে।’’ এই বিষয়ে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ‘‘ওই ওলাকা গুলিতে সিপিএম সন্ত্রাস করছে। আগে ভয়ে কোন প্রার্থী দাঁড়াত না। এবার আমরা সামান্য তিনটে ভোটে হেরে গিয়েছি। তাই সিপিএমের জয়ী প্রার্থী দোলন চাকি আমাদের কর্মীকে গুলি করে খুনের চেষ্টা করেছে। তারা এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।’’ সিপিএমের জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, ‘‘সন্ত্রাস কারা করছে তা ইংরেজবাজারের মানুষ দেখতে পাচ্ছে। তারা ওই ওর্য়াডে হেরে গিয়ে এখন এমন অভিযোগ আনছে।’’ এদিন বেলা ১১টা থেকে ওই এলাকার তৃণমূল কর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঘোরাপীড়ের কাছে মালদহ-মানিকচক রাজ্য সড়ক পথ অবরোধ করে। ৩০ মিনিট ধরে অবরোধের ফলে যানজটের সৃষ্ট হয়। দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয়।
রাস্তায় নামবে বিজেপি-ও। বনধের সপক্ষে আজ, বুধবার দিনাজপুরে বামপন্থীদের পাশাপাশি বিজেপিও রাস্তায় নামবে। অন্যদিকে সরকারি স্তরে ধর্মঘটের দিন জনজীবন স্বাভাবিক রাখতে ব্যবস্থা হয়েছে। বুধবার বালুরঘাট শহরে প্রশাসনের তরফে সমস্ত দোকানপাট, বাজার, স্কুল কলেজ খোলা থাকবে বলে মাইকে প্রচার করা হয়।