TMC

পূর্ণাঙ্গ কমিটি তৈরির বৈঠকে ডাক সবাইকে

দীর্ঘ দিন ধরেই মালদহে তৃণমূলের জেলা কমিটি ছিল না।তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার জেলার প্রতিটি ব্লক ও দু'টি শহরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:০৮
Share:

প্রতীকী ছবি।

দলের জেলা কমিটি ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে জেলার ১৫টি ব্লক, দু'টি শহরের দলীয় সভাপতি এবং ব্লকপিছু দু-তিন জন করে পদাধিকারীদের নামও। বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এবারে মালদহ জেলায় পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠনের তোড়জোড় শুরু করল তৃণমূল। দলীয় সূত্রে খবর, ব্লকের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য রবিবার সকালে সদ্য ঘোষিত জেলার ব্লক ও শহর সভাপতি সহ বাকি পদাধিকারীদের বৈঠকে ডাকা হয়েছে। সূত্রে খবর, অঞ্চল সভাপতিদের নাম ঠিক করা নিয়েও সেই বৈঠকে আলোচনা হতে পারে। এ ছাড়া পরদিন, সোমবাৈর নয়া জেলা কমিটির সদস্যদের নিয়েও একটি সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের জেলা সভাপতি মৌসম নুর।

Advertisement

দীর্ঘ দিন ধরেই মালদহে তৃণমূলের জেলা কমিটি ছিল না। লোকসভা ভোটের ফলাফলের পর মালদহ সফরে এসে এই জেলায় দল পরিচালনার জন্য মৌসমকে সভাপতি, মোয়াজ্জেম হোসেনকে চেয়ারম্যান ও রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে কার্যকরী সভাপতি করে তিন জনের একটি কমিটি করে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মাস আগে দলের রাজ্য নেতৃত্ব পাঁচ জনের একটি কোর কমিটি ঘোষণা করে। তাতে মৌসম সভাপতি, মোয়াজ্জেম চেয়ারম্যান এবং মানব বন্দ্যোপাধ্যায়, দুলাল সরকার ও অম্লান ভাদুড়িকে কো-অর্ডিনেটর করা হয়। অবশেষে, গত ২৪ তারিখ ৮৬ জনের নতুন জেলা কমিটি ঘোষিত হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য কমিটির নির্দেশে দলের জেলা সভাপতি মৌসম সেই কমিটি ঘোষণা করেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এবার জেলার প্রতিটি ব্লক ও দু'টি শহরের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বিধানসভা ভোটের আগে ব্লক কমিটি গঠন নিয়ে দলীয় দ্বন্দ্বের যাতে ছায়া না পড়ে, সে কারণে সব পক্ষকে রেখেই গঠন করা হতে পারে।

Advertisement

দলীয় সূত্রে খবর, বিষয়টি নিয়ে আলোচনার জন্য রবিবার মালদহ জেলা পরিষদের অতিথি নিবাসের হলঘরে সদ্য ঘোষিত ব্লক ও শহরের দলীয় সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। তবে নতুন করে অঞ্চল সভাপতি মনোনয়ন নিয়ে দলের একটি অংশের আপত্তি রয়েছে। তাঁদের মতে, বিধানসভা ভোটের আগে দলীয় অঞ্চল সভাপতিদের বদল করে নতুন মুখ আনা হলে সমস্যা হতে পারে। যদিও দলের অপর অংশ সেই যুক্তি মানতে নারাজ। তাঁদের বক্তব্য, দলীয় সংগঠনকে চাঙ্গা করতে জেলা কমিটির পাশাপাশি ব্লক ও অঞ্চল কমিটি, সবই ঢেলে সাজানো দরকার। দলের জেলা সভাপতি মৌসম বলেন, ‘‘রবি ও সোমবার দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement