TMC

তৃণমূলেই আছি, পাড়ায় পাড়ায় প্রচার প্রফুল্লর

কয়েকমাস আগে দল প্রফুল্লকে হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের জেলা ও হেমতাবাদ ব্লক নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে ওঠে বলে অভিযোগ।

Advertisement

গৌর আচার্য 

শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২০ ০৩:৫৫
Share:

প্রতীকী ছবি।

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি এখনও তৃণমূলেই আছি, রবিবার হেমতাবাদের বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় নেতা কর্মীদের এ কথাই বললেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের তৃণমূলের সভাধিপতি কবিতা বর্মণের স্বামী প্রফুল্লচন্দ্র বর্মণ। প্রফুল্ল হেমতাবাদ বিধানসভার তৃণমূলের কো-অর্ডিনেটরের পদেও রয়েছেন। মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রফুল্ল বিজেপিতে যোগ দিচ্ছেন বলে শনিবার দিনভর শোরগোল লেগে ছিল। ওইদিন বিকালে জেলা তৃণমূল কার্যালয়ে প্রফুল্লকে নিয়ে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্ব জানিয়ে দেয়, প্রফুল্ল তৃণমূলেই রয়েছেন।

Advertisement

পরে রাতেই রায়গঞ্জের উদয়পুরের বাড়ি থেকে হেমতাবাদের বামোইর এলাকায় গ্রামের বাড়িতে চলে যান প্রফুল্ল। রবিবার তিনি সুনোইর, মালন, নওদা ও হেমতাবাদ সদর এলাকা ঘুরে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন। প্রফুল্ল বলেন, ‘‘আমার বিজেপিতে যোগদানের খবর চাউর হতেই হেমতাবাদের নেতা ও কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। তাঁদের সঙ্গে দেখা করে বলেছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি তৃণমূলেই রয়েছি।’’

কিন্তু কে বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তার জবাব দেননি প্রফুল্ল। তিনি শুভেন্দুর অনুগামী বলে পরিচিত। কয়েকমাস আগে দল প্রফুল্লকে হেমতাবাদ ব্লক তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পর দলের জেলা ও হেমতাবাদ ব্লক নেতৃত্বের একাংশের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চরমে ওঠে বলে অভিযোগ। এ দিন দুপুরে টিম পিকের সদস্যরা রায়গঞ্জের উদয়পুরে প্রফুল্লর বাড়িতে গিয়ে বৈঠক করেন। প্রফুল্ল সত্যিই বিজেপিতে যোগ দিতে চান কি না, সেই বিষয়ে মতামত শোনেন। প্রফুল্লর এক অনুগামী তৃণমূল নেতা বলেন, ‘‘হেমতাবাদ ব্লক সভাপতির পদ থেকে প্রফুল্লদাকে সরিয়ে দেওয়ার পর থেকে তিনি দলে সম্মান ও মর্যাদা পাচ্ছেন না। হেমতাবাদে বিভিন্ন দলীয় কর্মসূচিতে তাঁকে ডাকা হচ্ছে না। তিনি বিজেপিতে যেতে চান বলে স্থানীয় কিছু নেতাই ভুয়ো খবর চাউর করেছে। প্রফুল্লদা সে কথাই টিম পিকের সদস্যদের জানিয়েছেন।’’

Advertisement

জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‘প্রফুল্লবাবু-সহ হেমতাবাদের সমস্ত দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দ্বন্দ্ব মেটানোর চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement