প্রচারের ঢাকে কাঠি

কেউ মন্দিরে-চার্চে। কেউ বা ফুটবল মাঠে। কেউ বা একসময়ে ‘মুখ দেখব না’ পণ করে থাকা জেলা সভাপতির বাড়ির দরজায় কড়া নেড়েছেন। কোনও প্রার্থী আবার বিক্ষোভের ভয়ে রাস্তায় না নেমে পার্টি অফিসেই বৈঠক সেরেছেন। নবাগত কেউ আবার টিকিট না পেয়ে মনঃক্ষুণ্ণ বিদায়ী বিধায়কের আশীর্বাদ নিয়ে দিন শুরু করেছেন। তোর্সাপাড়ের কোচবিহার থেকে মহানন্দাপাড়ের শিলিগুড়ি— শনিবার তৃণমূল প্রার্থীদের এমন চিত্রই দেখল উত্তরবঙ্গ। উঁকি দিল আনন্দবাজার।

Advertisement
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৬ ০১:৫১
Share:

কেউ মন্দিরে-চার্চে। কেউ বা ফুটবল মাঠে। কেউ বা একসময়ে ‘মুখ দেখব না’ পণ করে থাকা জেলা সভাপতির বাড়ির দরজায় কড়া নেড়েছেন। কোনও প্রার্থী আবার বিক্ষোভের ভয়ে রাস্তায় না নেমে পার্টি অফিসেই বৈঠক সেরেছেন। নবাগত কেউ আবার টিকিট না পেয়ে মনঃক্ষুণ্ণ বিদায়ী বিধায়কের আশীর্বাদ নিয়ে দিন শুরু করেছেন। তোর্সাপাড়ের কোচবিহার থেকে মহানন্দাপাড়ের শিলিগুড়ি— শনিবার তৃণমূল প্রার্থীদের এমন চিত্রই দেখল উত্তরবঙ্গ। উঁকি দিল আনন্দবাজার।

Advertisement

সবিস্তার পড়তে ক্লিক করুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement