নির্বাচন চলাকালীন ভোটারদের প্রভাবিত করার তিনটি পৃথক অভিযোগে তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। মালবাজার বিধানসভা এলাকার ঘটনা। প্রথম ঘটনাটি ক্রান্তি পঞ্চায়েতের ঝাড় মাঝগ্রামে। সেখানে আবু সইদ নামের এক তৃণমূল কর্মী নিজের মোটরবাইকে দলীয় পতাকা বেঁধে গ্রাম থেকে ভোটারদের মোটরবাইকে চাপিয়ে ভোটকেন্দ্রে নিয়ে আসছিল বলে অভিযোগ করে সিপিএম। অভিযোগের পরেই পুলিশ গ্রেফতার করে তাকে। মালবাজারের তেশিমিলা পঞ্চায়েতেও একটি ছোট গাড়িতে করে ভোটারদের গ্রাম থেকে ভোটকেন্দ্রে আনার অভিযোগ ওঠায় গাড়ির চালককে গ্রেফতার ও গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। অন্য ঘটনাটি ডামডিম পঞ্চায়েতের রানিচেরা চা বাগানের। সেখানে রানিচেরা টিজি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের কাছে রাজেশ আঙ্গোয়ার নামের এক তৃণমূল কর্মী নকল ইভিএম নিয়ে প্রচার চালাচ্ছিলেন যেখানে শুধুমাত্র বুলুচিক বরাইকের নাম উল্লেখ ছিল। ওই এলাকা থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। নকল ইভিএমটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। মালবাজার এবং নাগরাকাটায় ভোটদানের হার সন্ধ্যা ছ’টার পর্যন্ত আশি শতাংশ ছাড়িয়েছে। মালবাজারে ৮১.৪৯ শতাংশ ও নাগরাকাটাতে ৮০.৫১ শতাংশ ভোট পড়েছে।