বিধানচন্দ্র রায়ের আমলে ১৯৫৭ সালে দার্জিলিঙেই শপথ নিয়েছিল মন্ত্রিসভা। তারপরে মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে দার্জিলিঙে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল। তারও চার দশক পেরিয়ে যাওয়ার পরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দার্জিলিঙেই হল রাজ্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক। সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, বছরে দু’টি করে এমন বৈঠক তিনি দার্জিলিঙে করতে চান।
শুধু তাই নয়, দার্জিলিংকে যে তিনি গুরুত্ব দিতে চাইছেন, তা বুঝিয়ে দিয়েছেন এই শৈলশহরেই সচিবালয় তৈরির কথা বলেও। শিলিগুড়ির কাছে ইতিমধ্যেই উত্তরকন্যা নামে তাঁর উত্তরের সচিবালয় রয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরে মমতা সাংবাদিকদের বলেন, এ বার দার্জিলিং সার্কিট হাউসের সামনে তেনজিং নোরগের নামে তিনি পাহাড়ের সচিবালয়টি করবেন। কাজ শুরু হয়ে যাবে দ্রুত। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, পাহাড়ে উন্নয়নে তিনি গুরুত্ব দিতে চান। তাই একাধিক পদক্ষেপ করবেন এক এক করে।