প্রচন্ড গরমের কারণে আগামী ১২ জুন পর্যন্ত কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশন। সোমবার অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ জেলা আদালতে একটি জরুরি বৈঠক হয়। বৈঠকের পর অ্যাসোসিয়েশনের সম্পাদক নারায়ণ ঘোষ জানান, গত তিনদিন ধরে প্রচন্ড গরমের জেরে বিচারপ্রার্থীদের অনেকেই আদালতে আসছেন না। বয়স্ক আইনজীবীরা আদালতে এসে অসুস্থ বোধ করছেন। এই পরিস্থিতিতে আইনজীবীদের পক্ষে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। সেইকারণে, আগামী ১২ জুন পর্যন্ত কর্মবিরতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত সূত্রের খবর, প্রতিদিনের মতো এদিন সকালেও আইনজীবীরা আদালতে গিয়ে কাজ শুরু করেন। কিন্তু দুপুরে প্রচন্ড গরমের কারণে আইনজীবীদের একাংশ অ্যাসোসিয়েশনের কর্তাদের কাছে কয়েকদিন কর্মবিরতি করার প্রস্তাব দেন। সংগঠনের তরফে লিখিতভাবে কর্মবিরতি সিদ্ধান্তের কথা জেলা ও দায়রা বিচারককে জানিয়ে দেওয়া হয়।