মমতায় আস্থা রাখুন, প্রচারে বললেন বক্সি

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পুরভোটের নির্বাচনী প্রচারে এসে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বুনিয়াদপুর শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০১:৫০
Share:

প্রচারে: বুনিয়াদপুরে সুব্রত বক্সি। ছবি: অমিত মোহান্ত

কেবল স্থানীয় নাগরিক পরিষেবাই নয়, আগামী ১৩ অগস্ট রাজ্যের ৭টি পুরসভার নির্বাচন জাতীয় রাজনীতির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করছে। এমনটাই মনে করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে তৃণমূলকে জয়ী করে বিজেপির আগ্রাসী মনোভাবের যোগ্য জবাব দিতে নাগরিকদের আহ্বান জানান তিনি।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পুরভোটের নির্বাচনী প্রচারে এসে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন তিনি। পঞ্চায়েত এলাকা থেকে পুরসভায় উন্নীত বুনিয়াদপুরবাসী এই প্রথম পুর নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে মনে করিয়ে দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, ‘‘এই প্রথম বুনিয়াদপুরের মানুষ পুরভোটের মাধ্যমে পরিষেবা আদায়ের সুযোগ পাবেন। কিন্তু দৈনন্দিন চাওয়া-পাওয়ার বাইরে বাংলার রাজনৈতিক পরিপ্রেক্ষিত বিচার করে নাগরিকদের ভোট দিতে হবে।’’

সভায় সুব্রতবাবু অভিযোগ করেন, দিল্লির আগ্রাসী রাজনৈতিক দল(বিজেপি) মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রত্যাঘাত বাড়াচ্ছে। ভীত সন্ত্রস্ত করে অর্থনৈতিক প্রতিরোধ করতে চাইছে। কিন্তু এ সব করে বিজেপি মমতাকে প্রতিহত করতে পারবে না। উন্নয়নের সপক্ষে কেন্দ্রে বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছেন মমতা, সেই লড়াইয়ে সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে সুব্রতবাবু দাবি করেন। বুনিয়াপুরে এ দিন দলের জেলা সভাপতি বিপ্লব মিত্র বলেন, ‘‘বাম আমলে গঙ্গারামপুরে মহকুমা সদর গঠিত হলেও অফিস আদালতের পরিকাঠামো থেকে পুরসভা গঠনের কোনও পদক্ষেপ দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুনিয়াদপুর পুরসভার মর্যাদা পেয়েছে।’’

Advertisement

এ দিন ১৪টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীদের মঞ্চে বসিয়ে সকলের সঙ্গে পরিচয় করে দেন সুব্রতবাবু। সভার পরে সুব্রতবাবু গঙ্গারামপুরের একটি হোটেলের ঘরে রুদ্ধদ্বার বৈঠক করেন। বুনিয়াদপুর পুরভোটের ব্লুপ্রিন্ট তৈরি করতেই ওই বৈঠক বলে বিরোধীরা অভিযোগ করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement