মঞ্চে: সুব্রত বক্সীর সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ। নিজস্ব চিত্র
অঞ্চল থেকে জেলা স্তর পর্যন্ত রাজ্যের শাসক দলের নেতাদের সম্পত্তি–টাকা নিয়ে বারেবারেই সরব হয়েছেন বিরোধীরা। এ বারে লক্ষ্মণ শেঠ, ডালিম পাণ্ডেদের কথা মনে করিয়ে দিয়ে দলের নেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সী।
শুক্রবার কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে কর্মিসভায় যোগ দিতে এসে দলীয় কর্মীদের সতর্ক করেন তিনি। তিনি বলেন, “কোথাও নিজেরা যেন আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের আরও সংযত হতে হবে।”
এরই উদাহারণ দিতে গিয়ে তিনি বাম আমলের ডাকসাইটে নেতাদের কথা টেনে আনেন। তিনি বলেন, “মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লক্ষ্মণ শেঠ, সুশান্ত ঘোষ থেকে আরম্ভ করে নেতাই কাণ্ডের ডালিম পাণ্ডে, নিমাই পাণ্ডে যা আপনাদের মনে আছে। সব কোটি কোটি টাকার মালিক। দুর্ভাগ্যে কী জানেন, দুই হাজার, তিন হাজার, পাঁচ হাজার টাকায় ঘর ভাড়া করে দিন কাটাচ্ছে।” সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী অনন্ত রায় অবশ্য বলেন, “তৃণমূল এমন একটা দল যে দলে কোনও শিষ্টাচার-সৌজন্যতাবোধ নেই। তাদের দলের নেতার মুখে এমন কথা মানায় না।”
লক্ষ্মণ শেঠদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। বিরোধীদের দাবি, গত সাত বছরের মধ্যে খোঁজ নিলে দেখা যাবে দিনহাটা, কোচবিহার সদর থেকে শুরু করে তুফানগঞ্জ, মাথাভাঙা ও মেখলিগঞ্জের রাজ্যের শাসক দলের অনেক নেতাই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে উঠেছে। দলীয় সূত্রের খবর, সেই অভিযোগের কথা অল্পবিস্তর জানতে পেরেই এদিন দলীয় কর্মীদের সতর্ক করেন সুব্রতবাবু। পাশাপাশি, এদিন দলের অন্দরের কোন্দল নিয়ে বক্তব্যে অভিযোগ করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।