উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

নিরাপত্তার দাবিতে মিছিল পড়ুয়াদের

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার দাবিতে মিছিলে হাঁটলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে শিবমন্দির পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৬ ০২:২১
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে চলছে মিছিল। ছবি: বিশ্বরূপ বসাক।

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার দাবিতে মিছিলে হাঁটলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শুক্রবার সকালে ক্যাম্পাস থেকে শিবমন্দির পর্যন্ত মিছিল করেন পড়ুয়ারা।

Advertisement

১৫ অগস্ট দুপুরে ক্যাম্পাসের ভিতরে এক গবেষক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে বহিরাগতদের বিরুদ্ধে। বাইকে চেপে ক্যাম্পাসে ঢুকে দুই বহিরাগত এক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। গত বৃহস্পতিবার ফের আরেক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বৃহস্পতিবারের ঘটনা অবশ্য ক্যাম্পাসের বাইরের বলে দাবি। পরপর শ্লীলতাহানির অভিযোগে আতঙ্ক ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ দিন সকালে ক্যাম্পাস থেকে মিছিল করে শিবমন্দির এলাকা ঘুরে ফের ক্যাম্পাসে এসে জড়ো হন পড়ুয়ারা। উপাচার্যকে স্মারকলিপি দিতে গেলে অফিস থেকে জানানো হয়, তিনি ব্যস্ত রয়েছেন। প্রতিবাদে উপাচার্যের অফিসের সামনে বসেই বেশ কিছুক্ষণ প্রতিবাদ জানান তারা। পরে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারকে স্মারকলিপি দিয়েছেন পড়ুয়ারা।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন রক্ষিত বলেন, ‘‘পড়ুয়ারা যৌন নির্যাতন রুখতে যে কমিটি গঠনের দাবি তুলেছিলেন সে কমিটি রয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তাও জোরদার করা হচ্ছে।’’

Advertisement

শুক্রবারের মিছিলে সব বিভাগের পড়ুয়ারাই যোগ দিয়েছিলেন। তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সহ অন্যরাও মিছিলে যোগ দিয়েছিলেন। যদিও, পড়ুয়াদের তরফে মিছিলটিকে অরাজনৈতিক বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে শ্লীলতাহানির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন। পড়ুয়াদের দাবি, কমিটি গড়ার কথা বললেও, তার কাজ এখনও শুরু হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরা বসানোরও দাবি তুলেছেন পড়ুয়ারা। এ দিকে গত বৃহস্পতিবার শ্লীলতাহানিতে অভিযুক্তকে আদালতে তোলা হয়। শিলিগুড়ির এসিজেএম দেবাঞ্জন ঘোষ তার জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement