প্রিন্সিপাল কে অভিযোগ জানাচ্ছেন ছাত্র-ছাত্রীরা ডেপুটেশন দিলেন অভিযোগের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। ছবি: বিনোদ দাস।
উত্তরবঙ্গ মেডিক্যালের ডিন (স্টুডেন্টস অ্যাফেয়ার্স) অনুপম নাথ গুপ্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার দ্বারস্থ হলেন পড়ুয়াদের একাংশ। গত বুধবার তাঁরা ডিনকে ঘেরাও করে আন্দোলন করেছিলেন। গত বুধবারের ঘটনা খতিয়ে দেখতে অধ্যক্ষ তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি ওই পড়ুয়াদের। পড়ুয়ারা ডিনের পদত্যাগেরও দাবি তুলেছেন।
ডিনের সঙ্গে এদিন যোগাযোগ করা যায়নি। অধ্যক্ষ বলেন, ‘‘বিষয়টি কলেজের অভ্যন্তরীণ ব্যাপার। ডিনের সঙ্গে কথা বলবো। সব তরফে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে।’’ পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হলে তা নিয়ে পুলিশ আলাদা ভাবে তদন্ত চালাবে বলেও মত অধ্যক্ষের। ডিনকে ঘেরাও করা নিয়ে পড়ুয়াদের অন্য পক্ষ সুপারের মাধ্যমে অধ্যক্ষকে গত বৃহস্পতিবার স্মারকলিপি দেন। তা অধ্যক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান সুপার সঞ্জয় মল্লিক।
পড়ুয়াদের দুই পক্ষের মধ্যে রেষারেষি ঘিরে উত্তেজনা রয়েছে ক্যাম্পাসে। এ দিন পড়ুয়াদের একাংশ মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের সঙ্গে দেখা করেন। তবে কী কথা হয়েছে, তা কেউ জানাতে চাননি।
ডিনের বিরুদ্ধে ‘বিক্ষুব্ধ’ পড়ুয়াদের পক্ষে জানানো হয়, ডিনের কাছে যে সমস্ত সমস্যা নিয়ে তাঁরা গিয়েছিলেন, সেই বিষয়গুলির সদুত্তর পাননি। উল্টে অন্য পক্ষ গিয়ে তাঁদের পড়ুয়াদের মারধর করে। তাই এ দিন অধ্যক্ষকে লিখিত ভাবে তাঁরা বিষয়টি জানালেন।
ওই পড়ুয়াদের তরফে রণিত সাঁই বলেন, ‘‘ঘটনার দিন আমাদের পড়ুয়াদের মারধর করা হয়েছিল। তা নিয়ে কঠোর শাস্তির দাবি করছি। ডিনের কাছে আমরা যা জানাতে গিয়েছিলাম, তার সদুত্তর পেলে অপসারণ চাইতাম না। তার কাছে যাওয়ার পরে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে, পড়ুয়ারা মার খেয়েছে, সে জন্য পড়ুয়াদের অভিমান রয়েছে।’’