Government Land Encroachment

সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি

সব জমি জরিপ করেছিল ভূমি সংস্কার দফতর। তবে সঠিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগ, কয়েকটি ক্ষেত্রে রিপোর্ট পায়নি পরিষদের কর্তারা।

Advertisement

নীতেশ বর্মণ

শিলিগুড়ি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৫:৫০
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

দখল হওয়া সরকারি জমি উদ্ধারে এ বার মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চলেছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। মঙ্গলবার পরিষদের বন, ভূমি স্থায়ী সমিতির বৈঠক হয়েছে। সূত্রের খবর, সেখানে মহকুমার চার ব্লকের বেশ কিছু এলাকায় জমি দখলের অভিযোগ নিয়ে কথা। সে সব জমি জরিপ করেছিল ভূমি সংস্কার দফতর। তবে সঠিক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগ, কয়েকটি ক্ষেত্রে রিপোর্ট পায়নি পরিষদের কর্তারা।

Advertisement

পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ বলেন, ‘‘সরকারি জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর পরামর্শ চাওয়া হবে। দখল হওয়া অনেক জমিতে হস্তক্ষেপ করা যাচ্ছে না। কয়েকটি ক্ষেত্রেসমস্যা রয়েছে।’’

প্রশাসনিক সূত্রের খবর, পানিট্যাঙ্কির প্রায় ৮ একর জমি সেখানকার একটি সংস্থাকে লিজ় দেওয়া হয়েছিল। অভিযোগ, ওই সংস্থা প্রায় দশ একর জমি দখল নিয়েছে। অতিরিক্ত জমি উদ্ধারে পরিষদ এবং ভূমি সংস্কার দফতরের অফিসাররা যৌথ উদ্যোগে কয়েক দফায় জরিপ করেছে। কিন্তু তাতেও জমি উদ্ধার হয়নি। সেই বাড়তি জমি উদ্ধারেই এবার মুখ্যমন্ত্রীর দারস্থ হবে পরিষদ। এমন আরও কিছু জমি নিয়ে আলোচনা হচ্ছে।

Advertisement

পরিষদের বিরোধী দলনেতা বিজেপি'র অজয় ওঁরায়ের অভিযোগ, ঘুরপথে তৃণমূল নেতাদের কয়েকজন জমি দখলের ছক কষেছে। আর সামনে মুখ্যমন্ত্রী, কখনও প্রশাসনকে দেখানো হচ্ছে।

শুধু পানিট্যাঙ্কির জমি নয় শালবাড়ির কাছে সরকারি জমি দখলের প্রমাণ পেয়েছে পরিষদ। তারও সঠিক কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement