রেলওয়ে স্কুলের প্রধান বাধা সিকিম

অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপের মূল পর্বে কোয়ার্টার ফাইনালে উঠতে শিলিগুড়ি বাণীমন্দির রেলওয়ে স্কুলের সামনে এখন প্রধান বাধা সিকিম দল। গ্রুপ লিগ পর্যায়ে তাদের গ্রুপে সিকিম এবং রেলওয়ে দল তথা বাণীমন্দির রেলওয়ে স্কুলের পয়েন্ট সমান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০১:৪৩
Share:

অনূর্ধ্ব ১৭ সুব্রত কাপের মূল পর্বে কোয়ার্টার ফাইনালে উঠতে শিলিগুড়ি বাণীমন্দির রেলওয়ে স্কুলের সামনে এখন প্রধান বাধা সিকিম দল। গ্রুপ লিগ পর্যায়ে তাদের গ্রুপে সিকিম এবং রেলওয়ে দল তথা বাণীমন্দির রেলওয়ে স্কুলের পয়েন্ট সমান। বৃহস্পতিবার একটি করে ম্যাচ খেলার পর তিনটি ম্যাচ থেকে উভয়েরই সংগ্রহ সাত পয়েন্ট করে।

Advertisement

এদিন দিল্লিতে এনসিসি দলের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বাণীমন্দির দল। অন্য দিকে বাংলাদেশকে এ দিন ২-১ গোলে হারিয়ে দিয়েছে সিকিম। বাণীমন্দিরের সঞ্জু বর্মন এ দিন দুটি গোলের সুযোগ নষ্ট করেছে। তার মধ্যে প্রথম ধাপে এমন সুযোগ তৈরি হয় যে বিপক্ষের গোলের সামনে একমাত্র গোলরক্ষক ছাড়া সঞ্জুর সামনে কেউ ছিল না। এমন অবস্থায় সঞ্জুর শট গোলকিপারের গায়ে গিয়ে পড়ে। পরের সুযোগে আড়াআড়ি ভাবে তার শট দ্বিতীয় বার পোস্টে লেগে বারিয়ে যায়। আরেকটি সুযোগ নষ্ট করেছে কিংশুক দত্ত। গোলের সামনে হেড দিলেও বল জালে জড়াতে পারেনি।

প্রতিটি দলকে পাঁচটি করে ম্যাচ খেলতে হবে গ্রুপ পর্যায়ে। তার মধ্যে ৩টি করে ম্যাচ খেলা এ দিন পর্যন্ত হয়ে গিয়েছে। এদিনের ম্যাচ ছাড়া বাণীমন্দির বাকি দুটিতে জিতেছিল। একটি বাংলাদেশের সঙ্গে। অন্যটি আন্দামান নিকোবরের সঙ্গে। সিকিম আগের দুটি ম্যাচের মধ্যে মিজোরামের সঙ্গে ড্র করেছে এবং আন্দামানের সঙ্গে জিতেছে।

Advertisement

মিজোরাম জিততে পেরেছে আন্দামানের সঙ্গে খেলায়। তবে সিকিম এবং এনসিসি দলের সঙ্গে ড্র করে সংগ্রহ করে পাঁচ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। বাংলাদেশ এখন পর্যন্ত তিনটি ম্যাচেই হেরেছে। এনসিসি’র সঙ্গেও তারা হারে। মিজোরাম, বাণীমন্দির এবং সিকিমের সঙ্গে খেলে তিনটিতেই হেরেছে আন্দামান-ও।

আরও দুটি করে ম্যাচ রয়েছে। আজ, শুক্রবার বাণিমন্দিরের সঙ্গে খেলা মিজোরামের। শনিবার বাণীমন্দির খেলবে সিকিমের সঙ্গে। আপাতত কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করতে দুটি ম্যাচেই জিততে হবে বাণীমন্দিরকে। কোচ তথা বাণীমন্দির ক্রীড়া বিভাগের শিক্ষক সুদীপ্ত জানা বলেন, ‘‘এ দিন ম্যাচ জিততে না পারাটা আমাদের কাছে দুর্ভাগ্যের। অন্তত তিনটি ভাল সুযোগ নষ্ট হয়েছে। এ দিন ম্যাচ জিততে না পারায় আমাদের উপর চাপ বাড়ল। বাকি দুটি ম্যাচেই জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়াটা নিশ্চিত করতে চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement