ভোট প্রচারে জলপাইগুড়িতে

সন্ত্রাসে বিহারকে ছাড়িয়েছে রাজ্য, অভিযোগ সিদ্ধার্থনাথের

এ রাজ্যে পুর ভোট নিয়ে সন্ত্রাস বিহারকেও ছাপিয়ে গিয়েছে বলে বুধবার জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে অভিযোগ করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। কলকাতা পুরসভার ভোটের অভিজ্ঞতায় তাঁর আশঙ্কা আগামী ২৫ এপ্রিলের ভোটেও গোলমাল করবে শাসকদল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

জলপাইগুড়ি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৫ ০৩:১০
Share:

জলপাইগুড়িতে ভোটের প্রচারে বিজেপি-র সিদ্ধার্থনাথ সিংহ। ছবি: সন্দীপ পাল।

এ রাজ্যে পুর ভোট নিয়ে সন্ত্রাস বিহারকেও ছাপিয়ে গিয়েছে বলে বুধবার জলপাইগুড়িতে ভোট প্রচারে এসে অভিযোগ করলেন কেন্দ্রীয় বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। কলকাতা পুরসভার ভোটের অভিজ্ঞতায় তাঁর আশঙ্কা আগামী ২৫ এপ্রিলের ভোটেও গোলমাল করবে শাসকদল।

Advertisement

ওই আশঙ্কার কথা জানাতে ভোটের আগের দিন রাজ্য পালের সঙ্গে দেখা করবে বিজেপি। পাশাপাশি তিনি ভোট বাতিলের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানান।

কেন্দ্রীয় বিজেপি নেতা বলেন, “২৪ এপ্রিল রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা জানাব। হাইকোর্টেও মামলা করা হবে।” এদিন সকালে শহরে পৌঁছে রোড শো করে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন সিদ্ধার্থনাথ। তাঁর অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছে করে কেন্দ্রীয় বাহিনী নেয়নি।

Advertisement

কলকাতা পুরসভার ভোট বাতিল করে রাজ্যের সমস্ত পুর ভোট একদিনে আধা সামরিক বাহিনী রেখে করানোর দাবি জানান। তাঁর কথায়, “কেন্দ্রীয় বাহিনীর জন্য ছ’মাস আগে আবেদন জানাতে হয়। সেটা রাজ্য সরকার করেনি। কেন্দ্রীয় বাহিনীর জন্য রাজ্য থেকে চিঠি পাঠানো হয়েছে গত ৩ এপ্রিল। ওই ঘটনা থেকে স্পষ্ট রাজ্য গোলমাল এড়াতে কেন্দ্রীয় বাহিনী চায়নি।” এদিন তিনি জলপাইগুড়ি শহরের বিজেপি কর্মীদের ভোটের দিন সঙ্গে ক্যামেরা রাখার পরামর্শ দেন। বলেন, ‘‘কোথাও রিগিং, ছাপ্পা ভোট, বুথ জ্যাম করা হলে ছবি তুলতে হবে। ওই ছবি হাইকোর্টে মামলায় তথ্য প্রমাণ হিসেবে পেশ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement