Corona

Shrabani Mela: তারকেশ্বরের পর বন্ধ দক্ষিণ দিনাজপুরের পতিরাম ধামের শ্রাবণী মেলাও, তবে রীতি মেনে পুজো

শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বালুরঘাট শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৬:৫৬
Share:

পতিরাম ধাম নিজস্ব চিত্র।

করোনার জেরে আগেই বন্ধ হয়েছে হুগলির তারকেশ্বরের শ্রাবণী মেলা। এ বার দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম ধামের শ্রাবণী মেলাও বন্ধ হয়ে গেল। এই মেলা উপলক্ষে সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়। কিন্তু এ বার আর বাঁকে জল নিয়ে ঢোকা যাবে না মন্দিরে। শোনা যাবে না ‘ভোলে বাবা পার করে গা’ ধ্বনি।

Advertisement

শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হয় পতিরাম ধামে। এ বার করোনা বিধিনিষেধ থাকায় সব বন্ধ। ফলে হতাশ ভক্তরা। যদিও মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

পতিরাম ধামের মঠাধীশ হরিহরানন্দগিরি মহারাজ বলেন, ‘‘করোনার কারণে গত বারের মতো এ বারও শ্রাবণী মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনকে তা জানিয়ে দেওয়া হয়েছে। তবে মেলা না হলেও নিয়ম মেনে পুজো হবে মন্দিরে। সেখানে বিধি মেনে আসতে পারবেন ভক্তরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement