Food Poison

স্কুল চত্বরের গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ৬০ শিশু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ২২ জন

কালিয়াগঞ্জের বিমলপাড়া চাওনি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ শিশুদের বয়স তিন থেকে নয় বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ২৩:৪৫
Share:

—নিজস্ব চিত্র।

স্কুল চত্বরের গাছের বিষাক্ত ফল খেয়ে অসুস্থ ৬০ জন শিশু। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৯ নম্বর বরুণা পঞ্চায়েতের ঘটনা। ২২ জন শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে সিসিইউ বিভাগে ভর্তি করানো হয়েছে। বিষাক্ত ফল খেয়ে এক শিক্ষকও অসুস্থ। তাঁকে কুনোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

Advertisement

কালিয়াগঞ্জের বিমলপাড়া চাওনি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা হয়েছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, গুরুতর অসুস্থ শিশুদের বয়স তিন থেকে নয় বছর। তারা স্কুলের প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়া। সকলের বাড়ি কালিয়াগঞ্জ থানার পূর্ব গোয়ালগাঁও গ্রামে।

শনিবার ক্লাস শেষে বাড়ি ফেরার সময় স্কুল চত্বরের একটি গাছের বিষাক্ত ফল খেয়ে বমি করতে শুরু করে পড়ুয়ারা। খবর পেয়ে অভিভাবকেরা এসে ওই শিশুদের কুনোর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে কয়েক জন শিশুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement